Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ১০ বছর ধরে গুম জবির ৩ ছাত্রনেতার সন্ধান চায় পরিবার
    জাতীয়

    ১০ বছর ধরে গুম জবির ৩ ছাত্রনেতার সন্ধান চায় পরিবার

    Shamim RezaSeptember 3, 20244 Mins Read
    Advertisement

    জুমবাংলা সেড্ক : আওয়ামী সরকারের আমলে গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের তিন ছাত্রনেতার খোঁজ চায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও তাদের পরিবার। ২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন তিন নেতা। এরপর আর তাদের খোঁজ পায়নি কেউ। নিখোঁজ হওয়া তিন ছাত্রনেতা হলেন, আসাদুজ্জামান রানা, মাজাহারুল ইসলাম রাসেল ও আল-আমিন।

    JCD

    শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, গুম হওয়া তিন নেতা প্রত্যেকে তৎকালীন সময়ে শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন। জবি ছাত্রদলের বর্তমান কমিটিতে তারা সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন। তবে এই দীর্ঘ ১০ বছরে তাদের কোনো খোঁজ মেলেনি। পরিবারের কেউ জানেন না তারা বেঁচে আছে কি না।

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়না ঘর থেকে গুম হওয়া অনেক নেতা ছাড়া পেলেও এখনও খোঁজ মেলেনি দীর্ঘদিন নিখোঁজ হওয়া এই তিন নেতার। স্বজনদের দাবি সরকারি ও দলীয়ভাবে তাদেরকে খোঁজ করা হোক। একই দাবি জবি শাখা ছাত্রদলের।

    গুম হওয়া মাজহারুল ইসলাম রাসেলের বড় ভাই মো. মশিউর রহমান জানান, ২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হয় রাসেল। সেই সময়ে রাসেল জবি শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

    তিনি বলেন, তেজগাঁও অঞ্চলের নাখালপাড়ায় তারা থাকতো। সেদিন বসুন্ধরা থেকে র‍্যাব-১ রাসেলকে উঠিয়ে নেয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ভাইয়ের কোন খোঁজ নেই। ভাইয়ের চিন্তায় বাবা-মা আজ অসুস্থ। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের দাবি ভাইকে ফিরিয়ে দেয়া হোক। তার খোঁজ করা হোক কোথায় আছে এখন।

    গুম হওয়া জবি ছাত্রদলের আরেক নেতা আসাদুজ্জামান রানা। তার বড় বোন মোছা. মিনারা বেগম জানান, ২০১৩ এর ৪ ডিসেম্বর নিখোঁজ হন আসাদুজ্জামান রানা। সেই সময়ে রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিলেন। তাদের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ থানার মথুরাপুর গ্রামে। পিতা আব্দুর রাজ্জাক ও মাতা আয়েশা সিদ্দিকার সন্তান ছিলেন তিনি।

    বড় বোন বলেন, রানা আমার সাথে থাকতো। আমার বাসায় থেকেই পড়াশোনা করতো। হঠাৎ করে যখন নিখোঁজ হলো তখন মুগদা থানাতে জিডি করেছিলাম। মানববন্ধন করেছি অনেকবার। ভাইয়ের খোঁজে সব জায়গায় গেছি। ভাইকে পাইনি। ভাইকে ফেরত চাই।

    গুম হওয়া আরেক নেতা আল-আমিন। আল-আমিন বর্তমান কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন। আল-আমিনের ছোট ভাই রুহুল আমিন জানান, ২০১৩ সালে বসুন্ধরা আসাবিক এলাকা থেকে তাদেরকে উঠিয়ে নেয় র‍্যাব (১)। অভিযোগ করে তিনি বলেন, সেই সময়ে র‍্যাবের প্রধান বেনজির আহমেদের নেতৃত্বে তাদেরকে উঠিয়ে নেয়া হয়। কিন্তু র‍্যাবের পক্ষ থেকে বারবার অস্বীকার করে। ভাইয়ের খোঁজে পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় মামলাও কর হয়। তবে এই মামলার কোন অগ্রগতি ছিল না।

    গুম হওয়া এই তিন নেতার পরিবার সূত্রে জানা যায়, তাদের কারো নামেই কোন মামলা ছিলো না। কোন মামলায় তাদের গ্রেপ্তারও দেখানো হয়নি। পরিবারের পক্ষ থেকে পুলিশ, প্রশাসন ও র‍্যাবসহ উর্ধ্বতনদের সাথে যোগাযোগ করা হলেও কোন খোঁজ মেলেনি। উল্টো নানাবিধ হুমকি দিয়ে দমিয়ে রাখা হতো পরিবারকে।

    গুম ও খুনের বিচারের দাবি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, গুম ও খুন করা আওয়ামী লীগের ঐতিহ্য। এই ১৬ বছর যাবত অনেক গুম খুন করেছে। যার ফলশ্রুতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই তিন সম্মানিত সহ-সভাপতি গুমের শিকার হয়েছে আমরা অতি দ্রুত এই তিনজনকে জনসম্মুখে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ করছি এবং এই গুম খুনের জন্য গণহত্যাকারী হাসিনাসহ যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করার জন্য রাজপথে দাবি নিয়ে নামবো।

    শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন,বিগত গুমতান্ত্রিক সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে এ দেশের অসংখ্য দেশপ্রেমী সাধারণ জনগণ ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গুম করা হয়েছে। যার জলজ্যান্ত উদাহরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নিবেদিত প্রাণ রাসেল,রানা ও আল আমিন। যাদেরকে ছাত্রদল করার অপরাধে ও দেশের পক্ষে কথা বলার কারণে ভিন্ন ভিন্ন সময়ে সাদা পোশাকধারী বাহিনী তুলে নিয়ে গেছে। বার বার সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েও তাদের কোন খোঁজ পাইনি। তাদের ত্যাগের প্রতি গভীর সম্মান জানিয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি করা হয়েছে এবং প্রতিনিয়ত তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন তিনি।আমরা জাতীয়তাবাদী পরিবার বিশ্বাস এবং দাবী রাখি আমাদের সহযোদ্ধাদের দ্রুতসময়ের মধ্যে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক।

    রিলিজ হল রোমান্সে ভরপুর নতুন ওয়েব সিরিজ, একা দেখুন

    ‘মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি গণমাধ্যমকে বলেন, আমরা গুম হওয়া সকল ব্যক্তিকে ফেরত চাই। তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক। সরকারের কাছে দাবি অতি দ্রুত তাদের খুঁজে বের করা হোক। একই সাথে যারা এই গুম খুনে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হোক।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ১০ ৩ গুম চায়: ছাত্রদলের তিন ছাত্রনেতার ছাত্রনেতার জবির ধরে পরিবার বছর সন্ধান
    Related Posts
    বাংলাদেশি কিশোর কায়রান

    বাংলাদেশি কিশোর কায়রান ঝড় তুললেন আমেরিকায়

    August 26, 2025
    মিয়ানমার

    বাস্তুচ্যুত রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত: নিরাপত্তা উপদেষ্টা

    August 26, 2025
    পদত্যাগ

    নীতি-নৈতিকতার অভাবের অভিযোগে এনসিপির ৪ নেতার পদত্যাগ

    August 26, 2025
    সর্বশেষ খবর
    মাছের মাথার সোনার মণি

    মাছের মাথার ‘সোনার মণি’ বিক্রি করে লাখ টাকা আয় তরুণ উদ্যোক্তার

    Carlos Alcaraz haircut

    Carlos Alcaraz’s Bold US Open Buzz Cut Stuns Locker Room, Sparks Viral Reaction

    Southern California heatwave

    Southern California Braces for Unprecedented Heatwave, Prompting Extreme Weather Alerts

    তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

    তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ

    ধূমকেতু

    শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে চোখে পানি এল দেবের, ভিডিও ভাইরাল

    Parineeti Chopra pregnancy

    Parineeti Chopra and Raghav Chadha Announce First Pregnancy, Fulfilling Star’s Motherhood Dream

    Santa Cruz Beach Boardwalk food

    Santa Cruz Beach Boardwalk’s 118th Season Serves Up Iconic Eats and New Culinary Delights

    ভারী বৃষ্টি

    সারাদেশে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বৃষ্টি

    ওমরাহ ভিসা

    ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি

    apple foldable iphone

    Apple Foldable Phone Launch Could Boost Samsung’s Market

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.