১০ বছর পর লন্ডনের কনসার্টে

বিখ্যাত কণ্ঠশিল্পী জেমস

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপি খ্যাতি রয়েছে দেশের বিখ্যাত কণ্ঠশিল্পী জেমসের। বিভিন্ন কনসার্টে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন। দেশের বাইরে সবসময় পারফর্ম করেন। তবে ১০ বছর পর এবার লন্ডনে কনসার্টে অংশ নিতে যাচ্ছেন ‘নগর বাউল’ জেমস।

বিখ্যাত কণ্ঠশিল্পী জেমস

জেমসের মুখপাত্র রবিন ঠাকুরের বরাতে জানা যায়, ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়েল রিগেনসিতে অংশ নেবেন তিনি। এ ছাড়া ৮ ও ১০ ডিসেম্বর বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেবেন জেমস।

আরও জানা যায়, সর্বশেষ ১০ বছর আগে লন্ডনে কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। কনসার্টের আগেই সেখানকার প্রবাসী বাঙালিরা অপেক্ষায় রয়েছেন প্রিয় শিল্পীর গান শুনবেন বলে। জমজমাট একটি আয়োজন হবে বলেই ধারণা করা হচ্ছে।

ছেলেদের দেখলে মেয়েরা বারবার ওড়না ঠিক কেন করে

এরইমধ্যে কনসার্টে অংশ নেওয়ার জন্য লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন জেমস ও তার দল। কনসার্ট শেষে ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার। দেশে ফিরে অন্যান্য কনসার্টে অংশ নেবেন এই গায়ক।