১০ বছরের প্রেমে রূপান্তরকামী প্রেমিকাকে বৈবাহিক স্বীকৃতি

যুগল

আন্তর্জাতিক ডেস্ক : এটা গল্প হলেও সত্যি! এই গল্প সমাজের চোখে চোখ রেখে লড়াইয়ের। এই লড়াই ভালোবাসার। এই গল্প ধূপগুড়ির রূপকুমার রায় ও রিমি রায়ের। দীর্ঘ ১০ বছরের ভালোবাসার পরিণতিতে অবশেষে গাঁটছড়া বাঁধলেন যুগল। রূপান্তরকামী প্রেমিকাকে বিয়ে করে সমাজের সামনে উদাহরণ তৈরি করলেন ধূপগুড়ির যুবক।

যুগল

“সমাজে তো কেউ স্বীকৃতি দেয় না, কিন্তু আমি তোমাকে স্বীকৃতি দেব। কেউ কিছু বললে, আমি তার জবাব দেব।” রূপান্তরকামী প্রেমিকা রিমি রায়কে এমনটাই বলেছিলেন রূপকুমার রায়। প্রেমিকের প্রতিশ্রুতিতে ভরসা রাখেন রিমিও। তিনি বলেন, “তার সাহসেই সাহস আমার। তার হাত ধরে আছি। সারাজীবন থাকব। যে লড়াইতে নামছি, আমার যতদিন জীবন, ততদিন আমি লড়াই করে চলব।” অতঃপর, এক অনন্য বিয়ের সাক্ষী হল জামালদহবাসী।

পদ্মা সেতু নিয়ে মাশরাফীর আবেগঘন পোস্ট

বুধবার রূপান্তরকামী রিমি রায়কে বিয়ে করেন রূপকুমার রায়। দুজনেরই বাড়ি ধূপগুড়িতে। তবে দুজনেই জামালদহে থাকতেন। সেখানেই প্রেম থেকে পরিণয়। রিমি আর রূপকুমারের বিয়েতে প্রতিবেশীরা সবাই উপস্থিত ছিলেন। সমস্ত রীতি-নীতি, আচার-অনুষ্ঠান মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু’জনে। প্রাণভরে সবাই আশীর্বাদ করেন নব দম্পতিকে। নতুন জীবনে পা দিয়ে খুশি নবদম্পতিও।