বলিউডে ১০ বছর পূর্ণ করলেন বরুণ

বরুন

বিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রিতে দশ বছর পূর্ণ হওয়ায় সহ-অভিনেতা বরুণকে শুভেচ্ছা জানালেন জাহ্নবী। ব্যক্তি বরুণ আর অভিনেতা বরুণ—দুজনেই যে দুর্দান্ত, সে কথা ভাগ করে নিলেন শ্রীদেবী-কন্যা।

বরুন

অভিনয় জগতে দশ বছর পূর্ণ করলেন বরুণ ধাওয়ান। তাঁকে শুভেচ্ছা জানিয়ে মধুর স্মৃতি ভাগ করে নিলেন সহ-অভিনেত্রী জাহ্নবী কপূর। জাহ্নবী জানান, বরুণ তাঁর প্রিয় মানুষদের মধ্যে এক জন। তাঁর কথায়, “মিস্টার ধাওয়ানের সোনার হৃদয়। তাঁর বয়স বাড়ে না কখনও। যেমন সুন্দর মিশতে পারেন সবার সঙ্গে, তেমনই চারপাশে সবার মন ভাল করে দেন। এত দিন ইন্ডাস্ট্রিতে আছেন, সব দিক ভাল ভাবে জানেন। অথচ অদ্ভুত সারল্য বজায় রেখেছেন তিনি। তাঁর বিরুদ্ধে কারও কোনও অভিযোগ বা ক্ষোভ নেই।”

অভিনয়কে কী ভাবে দেখেন বরুণ? সেটিও শিক্ষণীয় বলে জানান জাহ্নবী। তাঁর কথায়, “মানুষকে বিনোদন দিতে চান। হাসাতে চান। সিনেমা দেখে দর্শকের ভাল সময় কাটুক, বরুণের আদর্শটা এই রকম।” এতে বেশ এক ধরনের বিশুদ্ধতা রয়েছে, পবিত্রতা রয়েছে বলেই মনে করছেন জাহ্নবী।

দশ বছর আগের কথা। কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ একসঙ্গে আত্মপ্রকাশ করেছিলেন আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মলহোত্র-সহ একঝাঁক নবীন তারকা। বরুণও ছিলেন তাঁদের এক জন। এর পর ‘বদলাপুর’, ‘অক্টোবর’, ‘জুড়ুয়া ২’ ‘ম্যায় তেরা হিরো’, ‘কুলি নং ১’ এবং ‘কলঙ্ক’-এর মতো কয়েকটি ছবিতে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন বরুণ। আগামী বছর ‘বাওয়াল’ ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে নায়ককে।

লজ্জার সমস্ত সীমা অতিক্রম করলেন ‘রামায়ণ’-এর সীতা, ভাইরাল ভিডিও

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ মুক্তি পাবে ২০২৩ সালের ৭ এপ্রিল। সূত্রের খবর, বরুণের কেরিয়ারে এখনও অবধি সেরা কাজ হতে চলেছে এটিই। অন্য দিকে অভিনয় জীবনের ১০ বছর পূর্ণ করলেন সিদ্ধার্থও। কানাঘুষো চলছে, ২০২৩ সালের এপ্রিলেই নাকি গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী কিয়ারা আডবাণীর সঙ্গে।