স্পোর্টস ডেস্ক : টেস্টে অন্য সব দেশের সঙ্গে দাপট দেখিয়ে খেললেও ভারতের সঙ্গে পেরে ওঠে না অস্ট্রেলিয়া। লাল বলের ক্রিকেটে ভারতের বিপক্ষে অজিরা সবশেষ টেস্ট সিরিজ জয় করেছিল বছর দশেক আগে। এবার সে ধারায় ছেদ টানতে চান অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন।
ভারতের বিপক্ষে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সেবার বোর্ডার-গাভাস্কার সিরিজে ঘরের মাঠে চার ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এরপর আর ভারতীয়দের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দ করতে পারেনি অজিরা।
এবার সিরিজ শুরুর আগেই ভারতকে সতর্ক করে দিলেন লায়ন, ‘ভারতের সঙ্গে ১০ বছরের হিসাব মেটানো বাকি। অনেক বছর হয়ে গেছে। এবার ঘরের মাঠে জেতার জন্য আমরা মুখিয়ে আছি।’
ভারতের বিপক্ষে সিরিজটি যে মোটেই সহজ হবে না সে কথা ভালোই জানা লায়নের, তবে সিরিজ জয়ের ক্ষুধা তাদের চ্যালেঞ্জ উৎরাতে সাহায্য করবে বলে মনে করেন তিনি, ‘ভারত দুর্দান্ত একটি দল। তাদের বিপক্ষে খেলা অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে এবার সিরিজের ভাগ্য ঘুরিয়ে দিতে এবং ট্রফিটি ফিরে পেতে ক্ষুধার্ত আমি। মনে হচ্ছে, আমরা কয়েক বছর আগের চেয়ে আলাদা দল। আমরা অস্ট্রেলিয়াকে সেরা দল হিসেবে গড়ে তোলার পথে আছি।’
আগামী নভেম্বরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। ২২ নভেম্বর পার্থে শুরু হবে এই সিরিজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।