বিনোদন ডেস্ক : ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির ঘোর বিরোধী সাউথ ইন্ডিয়ার তারকা খল অভিনেতা প্রকাশ রাজ। এ জন্য হামেশাই চর্চায় থাকেন তিনি। চন্দ্রযান-৩ নিয়ে বিরূপ মন্তব্য করে ফেঁসেছিলেন আইনি ঝামেলায়। এবার আর্থিক তছরুপের মামলায় নাম জড়ালো জনপ্রিয় এই অভিনেতার।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, তিরুচিরাপল্লীর স্বর্নসংস্থা প্রণব জুয়েলার্সের তরফ থেকে আম জনতার থেকে সোনায় বিনিয়োগের নাম করে ১০০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। সেই টাকাই নয়ছয় করার অভিযোগ উঠেছে।
এই আর্থিক কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চেন্নাইয়ের দুর্নীতি দমন সংস্থা এনফোর্সমেন্ট ডিপার্টমান্টে- ইডির আঞ্চলিক দপ্তরে ডেকে পাঠানো হয়েছে সালমান খানের ‘ওয়ান্টেড’ সিনেমার ভিলেন প্রকাশ রাজকে। আগামী সপ্তাহে তাকে হাজিরা দিতে হবে।
একটা সময় প্রণব জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন প্রকাশ রাজ। সে কারণেই ইডির নজরে তিনি। বেআইনি পনজি স্কিম চালাচ্ছে অভিযুক্ত সংস্থা, এই অভিযোগেই ইডি গত সোমবার হানা দেয় প্রণব জুয়েলার্সের একাধিক শো-রুমে। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিষয়টি তদন্ত করছে ইডি।
সংস্থাটি জানিয়েছে, তদন্তে উঠে এসেছে প্রণব জুয়েলার্স এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিরা আম জনতার হকের টাকা মেরে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে পাবলিকের থেকে ১০০ কোটি টাকা তুলেছে।
প্রণব জুয়েলার্সের একাধিক শো-রুমে তল্লাশি চালিয়ে ইডির কর্মকর্তারা এ পর্যন্ত প্রায় ২৪ লাখ টাকা এবং প্রায় ১২ কেজি সোনার গয়না উদ্ধার করেছেন।
ইকনমিক অফেন্সেস উইং-এর মতে, প্রণব জুয়েলার্স সাধারণ মানুষের থেকে ‘গোল্ড স্কিম’-এর নামে প্রায় ১০০ কোটি টাকা আদায় করেছে এবং দুর্দান্ত রিটার্ন বা লাভের প্রলোভন দেখালেও বাস্তবে এক পয়সাও রিটার্ন করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।