জুমবাংলা ডেস্ক : স্কটল্যান্ডের আয়ার এলাকার একটি দোকানের ডিমের বাক্সে পাওয়া যায় বিরল আকৃতির একটি গোলাকার ডিম। এক নারী প্রথম এই ডিমটি আবিষ্কার করেন। অস্বাভাবিক আকৃতির এই ডিমের কথা দ্রুত ছড়িয়ে পড়ে, এবং সেটি পরে টমসন ডডিক ক্যালান নামে একটি নিলাম প্রতিষ্ঠানের হাতে পৌঁছায়।
ডিমটির আকৃতি দেখে একজন ক্রেতার নজর কাড়ে। বার্কশায়ারের লেমোবোর্নের বাসিন্দা এড পাওনেল ডিমটি নিলামে ১৮৭ মার্কিন ডলারে কিনে নেন। তবে তিনি এটি নিজের কাছে না রেখে অক্সফোর্ডশায়ারের ইউভেন্টাস ফাউন্ডেশনে দান করেন। এই ফাউন্ডেশন তরুণদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করে।
ইউভেন্টাস ফাউন্ডেশন ডিমটি তহবিল সংগ্রহের উদ্দেশ্যে নিলামে তোলে। তহবিল উত্তোলনকারী প্ল্যাটফর্ম ওয়েবসাইট৩২-এর মাধ্যমে ডিমটি ২৫০ ডলারে বিক্রি করা হয়। ফাউন্ডেশনের কর্মকর্তা রোজ র্যাপ জানান, এই ডিমসহ আরও কিছু জিনিস নিলামে তুলে মোট ৬ হাজার ২৫০ ডলার সংগ্রহ করা সম্ভব হয়েছে।
র্যাপ বলেন, যখন এড পাওনেল ডিমটি ফাউন্ডেশনকে দান করেন, তখন প্রথমে তারা এটিকে মজার ঘটনা হিসেবে মনে করেছিলেন। কিন্তু নিলামে বিক্রির পর এটি ফাউন্ডেশনের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে প্রমাণিত হয়। র্যাপ আরও বলেন, আমরা আনন্দিত যে ডিমটি আমাদের প্রকল্পগুলো চালিয়ে যেতে সহায়তা করেছে।
টমসন ডডিক ক্যালানের কর্মকর্তা ডেভিড মিলার জানান, বিশেষজ্ঞরা মনে করেন, ১০০ কোটি ডিমের মধ্যে এমন একটি গোলাকার ডিম পাওয়া সম্ভব।
এদিকে, এড পাওনেল বলেন, প্রথমে সুপারমার্কেটের এক নারী এই ডিমটি খুঁজে পান। তবে তিনি স্বীকার করেন, নিলাম থেকে ডিমটি কেনা তার কাছে ‘অর্থের অপচয়’ মনে হয়েছিল। তবুও ডিমটি দান করে মানুষের কল্যাণে এটি ব্যবহৃত হওয়ায় তিনি সন্তুষ্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।