Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ১০০ তলা বিল্ডিং থেকে পড়েও কাজ করতো নোকিয়ার এই মোবাইল
বিজ্ঞান ও প্রযুক্তি

১০০ তলা বিল্ডিং থেকে পড়েও কাজ করতো নোকিয়ার এই মোবাইল

Shamim RezaAugust 20, 20243 Mins Read
Advertisement

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে স্মার্টফোনগুলোকে ছোটখাটো একটা কম্পিউটারই বলা চলে। তবে ভেবে দেখুন, আজ থেকে প্রায় ২০ বছর আগের ফোনগুলোর কথা…কেমন ছিল? যদিও সেসবের মাঝে নোকিয়ার বেশ কিছু মোবাইল ফোন পেয়েছিল তুমুল জনপ্রিয়তা।

নোকিয়া

প্রথমেই শুরু করা যাক নোকিয়া ৩২১০ সেলফোন দিয়ে। এই মডেলটি বের হয় ১৯৯৯ সালে। এটি ছিল নোকিয়ার প্রথম বিগহিট সেলফোন। যে বৈশিষ্ট্য সেইসময়কার অন্যসব মোবাইল থেকে এটিকে আকর্ষণীয় করেছিল তা হলো, এতে থাকা বিখ্যাত ‘স্নেইক’ গেম। সেই সময়ে অন্যসব ব্রান্ডের মোবাইল ছিল খুব একঘেয়ে। তবে এই মোবাইলটির দাম অপেক্ষাকৃত কম হওয়ায় এবং গেম থাকার কারণে তা খুব সহজেই গ্রাহকদের কাছে হয়ে উঠেছিল আকর্ষণীয়। মুঠোফোনও যে বিনোদনের মাধ্যম হবার ক্ষমতা রাখে, নোকিয়া ৩২১০ বাজারে থাকা আর সব সেলফোনের সাথে প্রতিযোগিতা করে তা দেখিয়ে দেয়। তাছাড়া সেই সময়ে নোকিয়ার এই সেট বিক্রি হয়েছিলো ১৬ কোটিরও বেশি ইউনিট।

এবারে আসা যাক, নোকিয়া ৩৩১০ মোবাইল ফোন সম্পর্কে। ২০০০ সালের ১ সেপ্টেম্বর এই সেটটি প্রথম বাজারে আসে। প্রায় ২২ বছর পরেও এই সেলফোনটি এখনো সমানভাবে বেশ পরিচিত। নোকিয়ার এই সেটটি জনপ্রিয় ছিল এর টেকসই গঠন এবং ব্যাটারির দীর্ঘস্থায়ীত্বের জন্য। এছাড়া এই সেটের সার্বিক পরীক্ষায়, ১০০০ ফুট উপর থেকে ফেলার পরেও দেখা গিয়েছে যে, সেলফোনটি দিব্যি চলছে। তখন এই সেটের ১৩ কোটি ৬০ লাখের বেশি পিস বিক্রি হয়েছিল।

২০০০ সালে রিলিজ হওয়া নোকিয়া ৯২১০ কমিউনিকেটর ফোনটিকে বলা হতো বিজনেস ক্লাস স্মার্টফোন। এর ভেতরের অংশে কিবোর্ড থাকায় এটি দেখতে ছিল অনেকটা মিনি ল্যাপটপের মতো। এটি দিয়ে ফ্যাক্সও আদান প্রদান করা যেতো। এতে ছিল দুইটি ডিসপ্লে। নোকিয়ার এটিই প্রথম সেল ফোন যাতে মেমরি কার্ড ব্যবহার করা যেত।

২০০৩ সালের স্মার্টফোন বলা হয় নোকিয়া ৬৬০০ -কে। তরুণ-তরুণীদের অন্যতম আকাঙ্ক্ষিত সেল ফোনে পরিণত হয়েছিল এটি। কারণ সেসময়ের অন্যান্য ফোনের তুলনায় এই মডেলটির স্ক্রিন ছিল বড়…সেই সাথে ছিল ক্যামেরাও, যা দিয়ে ছবি তোলাসহ পরিষ্কার ভিডিও ধারণ করা যেত। এছাড়াও ছিলো ব্লুটুথ, ৬এমবি ইন্টারনাল স্টোরেজ, মেমরি কার্ড এবং থার্ড পার্টি এপ্লিকেশনও ডাউনলোড করা যেত।

নোকিয়া এনগেইজ বিশ্বের প্রথম স্মার্টফোন যেটি দেখতে ছিল পোর্টেবল গেমিং কনসোলের মতো। এর দুই দিকে থাকা স্লাইডে ইয়ার পিস ও মাইক্রোফোন বসানো ছিল। ‘সিম্বিয়ান ওএস’ চালিত ফোনটি প্রথম বাজারে আসে ২০০৩ সালে। তবে গেমিং ছাড়া এই সেটটি অন্য কোনো সেগমেন্টে ভালো করতে পারেনি বলে খুব একটা সফল হয়নি। তারপরেও ফোনটি এর অনবদ্য ডিজাইনের জন্য ছিল বেশ আলোচনায়।

২০০৩ সালে নোকিয়া ১১০০ এবং ২০০৫ সালে নোকিয়া ১১১০ মডেলটি বের হয়। নোকিয়ার এই দুটো মোবাইল সেটই প্রায় ২৫ কোটি পিস বিক্রি হয়েছিল পুরো বিশ্বে। এই সেল ফোনগুলোর না ছিল কোনো ক্যামেরা, ছিল না কোনো কালার স্ক্রিনও। মূলত নোকিয়া, এই ফোন দুটো দিয়ে টার্গেট করেছিল উন্নয়নশীল দেশগুলোকে। পৃথিবীতে এমন প্রচুর মানুষ আছে যাদের আইফোনের প্রয়োজন না থাকলেও, একটি মুঠোফোনের প্রয়োজন থাকে অসীম! যার মাধ্যমে যোগাযোগটা অন্ততপক্ষে রক্ষা করা যায়। তাদের জন্যই মূলত এই ধরনের মোবাইল সেট। ফোনগুলোতে ছিল ফ্ল্যাশলাইট, কম্পোজার, ক্যালকুলেটরসহ নানান ফিচার। ২০০৯ সালে Nokia 1100 এর প্রোডাকশন বন্ধ করে দেয়া হয়।

নোকিয়া ৭৬০০ ফোনটি তার অনবদ্য ডিজাইনের জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এই ফোনে মাঝখানে স্ক্রিন ও দুই দিকে কিপ‍্যাড ছিল। ২০০৪ সালে ফরচুন ম‍্যাগাজিনের পক্ষ থেকে ফোনটি অ্যাওয়ার্ড পেয়েছিল। এর ওজন ছিল মাত্র ৮৪ গ্ৰাম। এতে ০.৩ মেগাপিক্সেলের ক‍্যামেরা ছিল। তবে লঞ্চের কিছু সময় পর ৫০ এমবি স্টোরেজযুক্ত এই ফোনটি বন্ধ করে দেয়া হয়েছিল।

২০০৫ সালে কারোর কাছে ক‍্যামকর্ডার থাকা অনেক বিশাল একটি ব‍্যাপার ছিল, অথচ সেই সময় নোকিয়া অত্যন্ত অ্যাডভান্স নোকিয়া এন৯০ সেলফোন লঞ্চ করেছিল, যার স্ক্রিন পুরোপুরি ৩৬০ ডিগ্রি ঘোরানো যেতো। এতে কার্ল জেইসের (Carl Zeiss) তৈরি করা 2 মেগাপিক্সেল ক্যামেরা লেন্স যোগ করা হয়েছিল। এই ফোনে অটোফোকাস ফিচার ও একটি এলইডি ফ্ল্যাশলাইট দেয়া হয়েছিল, যা তখনকার সময়ে ছিলও একদম নতুন টেকনোলজি।

বিয়ের আগেই পুরুষদের হতে এই বিষয়ে সতর্ক হতে হবে

এছাড়া ছিল নোকিয়া ৭২৮০ মডেলটি। যাকে লিপস্টিক ফোন হিসেবেই ডাকা হত। এই সেল ফোনটি রিলিজ করা হয় ২০০৫ সালে। কোনো কিবোর্ড ব্যবহৃত না হলেও এতে ছিল একটি স্পিনার, যার মাধ্যমে নাম্বার ডায়াল করা যেত।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১০০ এই করতো কাজ তলা থেকে নোকিয়ার নোকিয়া, পড়েও প্রযুক্তি বিজ্ঞান বিল্ডিং মোবাইল
Related Posts
‘গোল্ডেন প্লে বাটন’

‘গোল্ডেন প্লে বাটন’ পাওয়ার পর ইউটিউবারদের মাসিক আয় কত?

December 14, 2025
Dumbphone VS Smartphone

Dumbphone VS Smartphone: কেন নতুন প্রজন্ম ফিরে যাচ্ছে ফিচার ফোনে?

December 14, 2025
গ্রিন লাইন

ফোন ডিসপ্লের ‘গ্রিন লাইন’ সমস্যা কেন হয়, ঠিক করার উপায়

December 14, 2025
Latest News
‘গোল্ডেন প্লে বাটন’

‘গোল্ডেন প্লে বাটন’ পাওয়ার পর ইউটিউবারদের মাসিক আয় কত?

Dumbphone VS Smartphone

Dumbphone VS Smartphone: কেন নতুন প্রজন্ম ফিরে যাচ্ছে ফিচার ফোনে?

গ্রিন লাইন

ফোন ডিসপ্লের ‘গ্রিন লাইন’ সমস্যা কেন হয়, ঠিক করার উপায়

Samsung vs iPhone

Samsung vs iPhone: কোন স্মার্টফোন এগিয়ে

মোবাইল ডাটা

কল এলে মোবাইল ডাটা বন্ধ হয়? জানুন সহজ সমাধান

হোয়াটসঅ্যাপ

লুকিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে কিনা জানার উপায়

ChatGPT

চ্যাটজিপিটির মাধ্যমে মাসে $১০,০০০ আয়: কীভাবে সম্ভব?

Phone

কমমূল্যে আইফোনের চেয়েও ভালো ৩টি স্মার্টফোন

স্মার্টফোন স্লো

স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায়

iPhone

মুখের কথায় নিয়ন্ত্রণ করুন iPhone, জানুন ৩টি লুকানো ফিচার!

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.