আন্তর্জাতিক ডেস্ক : শত বছরের চেষ্টায় ম্যালেরিয়ামুক্ত হয়েছে আফ্রিকার দেশ মিসর।আজ সোমবার দেশটিকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাচীনকাল থেকেই দেশটি ম্যালেরিয়ার সমস্যা জর্জরিত ছিল। এই প্রথম তা থেকে মুক্তি পেয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, ‘ম্যালেরিয়া মিশরীয় সভ্যতার মতোই পুরোনো। তবে যে রোগটি ফারাওদের জর্জরিত করেছিল তা এখন সেটাও ইতিহাস।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিসরীয় কর্তৃপক্ষ প্রায় ১০০ বছর ধরে প্রাণঘাতী মশাবাহিত এই সংক্রামক রোগ নির্মূল করার জন্য তাদের প্রচেষ্টা চালিয়েছে। গত তিন বছর ধরে দেশটিতে কোনো ম্যালেরিয়া আক্রান্ত রোগী পাওয়া যায়নি।
প্রতি মিনিটে ঘনিষ্ঠ দৃশ্য, রাতের ঘুম কেড়ে নেবে এই ওয়েব সিরিজ
ম্যালেরিয়া জটিল পরজীবীর মাধ্যমে সৃষ্টি হয়। যা মশার কামড়ে ছড়ায়। এখন এই রোগের বিরুদ্ধে কিছু জায়গায় ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। তবে রোগ পর্যবেক্ষণ করা এবং মশার কামড় এড়ানোই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৪৪টি দেশ এবং একটি অঞ্চল এই মাইলফলক অর্জন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।