১০০০ কোটির মাইলফলক স্পর্শ করলো ‘জওয়ান’

'Jawan'

বিনোদন ডেস্ক : অপ্রতিরোধ্য ‌‘জওয়ান’। মুক্তির প্রথম দিনেই সর্বোচ্চ আয়ের (৭৫ কোটি রুপি) ইতিহাস গড়ে নিয়েছিল ছবিটি। এরপর থেকেই ছুটে চলছে বলিউড বাদশার এই বিজয়রথ। এবার গ্লোবাল বক্স অফিসে ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করলো ‘জওয়ান’। খবর টাইমস অব ইন্ডিয়ার।

'Jawan'

এই রেকর্ডে আরও অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন শাহরুখ খান। কেননা বলিউডের ইতিহাসে তিনিই একমাত্র অভিনেতা, যাঁর দুটি ছবি একই বছরে ১ হাজারি ক্লাবে জায়গা করে নিয়েছে। এর আগে জানুয়ারিতে এই অভিনেতার ‘পাঠান’ ছবিটি হাজারের মাইলফলক ছুঁয়েছিল।

‘চট্টগ্রাম পানিতে ডুবে গেলে মানুষ আমাকে নিয়ে ট্রল করে’ ‘চট্টগ্রাম পানিতে ডুবে গেলে মানুষ আমাকে নিয়ে ট্রল করে’
বক্স অফিসের তথ্য অনুযায়ী, রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্বব্যাপি ১০০০ কোটি রুপি আয়ের ইতিহাস গড়েছে ‌‘জওয়ান’। আর ভারতে আয় করে নিয়েছে ৫৬০ কোটি ৮৩ লাখ রুপি।

মাত্র ১৮ দিনে এই কীর্তি গড়ায় বলিউড বাদশাকে অভিনন্দন জানিয়ে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এক্সে লিখেছেন, ‌‘শাহরুখই প্রথম ভারতীয় তারকা, যাঁর দুটি ছবি ১০০০ কোটির ক্লাবে। ক্যালেন্ডারের পাতায় ২০২৩ সালেই এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন তিনি। দীর্ঘকালের জন্য তা ইতিহাস হয়ে থাকবে।’

ছবিটির সাফল্য উদযাপনে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন শাহরুখ খান। উচ্ছ্বসিত হয়ে তিনি বললেন, ‘‘এটা উদযাপনী মুহূর্ত। আমরা খুব কমই বছরের পর বছর চলচ্চিত্র নিয়ে থাকার সুযোগ পাই। করোনা মহামারি ও অন্যান্য কারণে প্রায় চার বছর লেগেছে ‘জওয়ান’ নির্মাণে। এই সিনেমায় অনেকেই যুক্ত ছিলেন, বিশেষ করে যাঁরা দক্ষিণ থেকে এসে মুম্বাইয়ে থেকেছেন চার-চারটি বছর।’’

প্রসঙ্গত, অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। আরও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তের।