১০০ মিলিয়ন ডলারেও কেনা যায়নি এই ফুটবলারকে

জ্লাতান ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক : সুইডেনের ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডেন বিশ্বকাপ খেলেনি দেখে সবাই চেনে না। এই প্লেয়ারের মূল্য মেসি বা এমবাপ্পের চেয়ে কোনো অংশেই কম না।

জ্লাতান ইব্রাহিমোভিচ

চীন একবার তাকে ১০০ মিলিয়ন ডলার অফার করেছিল খেলার জন্য কিন্তু সে রাজি হয়নি। তাকে জিজ্ঞাসা করা হলে উত্তরে বলেছিল টাকা এতো ইম্পর্টেন্ট না। অনেক টাকা ইম্পর্টেন্ট। আর ১০০ মিলিয়ন ডলার অনেক টাকা না। (আসলে চীন গণতান্ত্রিক দেশ নয় বলেই সে যায়নি) এই প্লেয়ার তার জেদ আর এরোগেনসির জন্য বিখ্যাত।

এই প্লেয়ারের মা একজন ক্লিনার ছিল আর বাবা এপার্টমেন্টের কেয়ারটাকার। শৈশবে টাকা পয়সার কষ্ট করেছে খুব। এমন কি তার মা তাকে বকতেন এই বলে, তুই একা সবার খাবার খেয়ে ফেলিস কেন? কিন্তু এই মানুষটাকে কখনোই টাকা কিনতে পারেনি।

সুইডেনের ইমিগ্রেন্ট ছেলে জ্লাতান এবং বাচ্চাদের কাছে সে সব থেকে বড় আইডল। খ্যাতি বা বদনামের পরোয়া সে করেনি কখনো। সুইডেনের প্রধান মিডিয়া গুলোকে সে পাত্তা দেয় না। অনেক বছর ওই মিডিয়াদের সে ব্যান করে রেখেছিল।

টাইটানিকের মতো হঠাৎ ডুবে যাচ্ছিল রেস্তোরাঁটি

ফুটবল দলগত খেলা। দল শক্তিশালী না হলে কেউ স্টার হয় না কিন্তু জ্লাতান হতে পেরেছে।