বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জুন মাসেই ভারতীয় মার্কেটে তাদের Realme 11 Pro 5G সিরিজটি লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে realme 11 Pro 5G এবং realme 11 Pro+ 5G স্মার্টফোন দুটি লঞ্চ হয়েছে। রিপোর্ট অনুযায়ী Realme 11 ও শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। আসলে এই মোবাইল ফোনটি 31শে জুলাই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে। আশা করা হচ্ছে যে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হওয়ার পর এই স্মার্টফোনটি ভারতের মার্কেটেও শীঘ্রই লঞ্চ হতে পারে।
Realme 11 ফোনের গ্লোবাল লঞ্চ
31শে জুলাই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে Realme 11 স্মার্টফোন। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জানিয়েছে যে ওই দিন ফোনটি ভিয়েতনামে লঞ্চ হবে। ভারতীয় সময় অনুসারে ভিয়েতনামে এই লঞ্চ ইভেন্টটি 31 জুলাই বিকেল 4 টায় শুরু হবে, যা ভারতেও লাইভ দেখা যাবে। অনুমান করা হচ্ছে যে ভিয়েতনামে লঞ্চ হওয়ার পরে, কোম্পানি শীঘ্রই ভারতে Realme 11 স্মার্টফোনটি লঞ্চ করতে পারে।
Realme 11 স্মার্টফোনের দাম (চীন)
এই Realme মোবাইলটি ইতিমধ্যেই চীনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8GB RAM এর সঙ্গে 256 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং বড় ভেরিয়েন্ট 12GB RAM এর সঙ্গে 256GB মেমরি সাপোর্ট রয়েছে। এই ফোনগুলির দাম যথাক্রমে RMB 1,599 এবং RMB 1,799, যা ভারতীয় মূল্য অনুসারে 19,000 এবং 21,400 টাকা দামের কাছাকাছি। অনুমান করা হচ্ছে যে ফোনটি আন্তর্জাতিক মার্কেটের পাশাপাশি ভারতেও একই দামে লঞ্চ হবে।
Realme 11 স্মার্টফোনের স্পেসিফিকেশন
6.43″ FHD+ 90Hz ডিসপ্লে
MediaTek Dimensity 6020
12GB RAM + 256GB স্টোরেজ
100MP রেয়ার ক্যামেরা
67W 5,000mAh ব্যাটারি
ডিসপ্লে: চীনে এই স্মার্টফোনটি 6.43 ইঞ্চি Full HD + পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিনটি AMOLED প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেট, 1000 নিটস ব্রাইটনেস এবং 180Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে।
প্রসেসর: Realme 11 ফোনটি Android 12 বেসড Realme UI 4.0-এ লঞ্চ করা হয়েছে এবং এই ফোনে MediaTek Dimensity 6020 Octacore প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 GPU রয়েছে।
RAM এবং স্টোরেজ: এই Realme ফোনটি 256GB স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনটিতে 8GB RAM এবং 12GB RAM সাপোর্ট রয়েছে। পাশাপাশি ইউজাররা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়াতে পারবেন।
ক্যামেরা: Realme 11 স্মার্টফোনটি চীনে 64 মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে। কিন্তু ভিয়েতনামে আসন্ন Realme 11 ফোনে 100-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর থাকবে বলে জানা গেছে। এই ফোনে 8MP এর পরিবর্তে 16MP সেলফি ক্যামেরা থাকবে। অর্থাৎ ক্যামেরার দিক থেকে আন্তর্জাতিক মডেলটি চীনে লঞ্চ হওয়া মডেলটির তুলনায় ভালো হবে।
ব্যাটারি: এই Realme স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। তবে Realme 11 ফোনটির আন্তর্জাতিক মডেলে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট দেখা যাবে।
কানেক্টিভিটি: এই ফোনে কোম্পানি 5G, 4G LTE, ব্লুটুথ, GPS এবং USB Type-C পোর্ট দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।