জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন ১০১ বছর বয়সী হাজী রিয়াজ উদ্দিন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি তিনি।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। সকাল ১০টার দিকে ভোট দিয়ে আবার বাড়ি চলে যান।
রিয়াজ উদ্দিন বলেন, শারীরিক কষ্ট হলেও ভোট দিতে এসেছি। জীবনে আর ভোট দিতে পারব কিনা জানি না। তাই ভোট দিতে এসেছি। সবার সহযোগিতায় ভোট দিতে পেরে আমি আনন্দিত।
যে মার্কায় ভোট দিলেন সুপারস্টার শাকিব খান
প্রসঙ্গত, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন অপু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদুর রহমান, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আবুল বাশার মাদবর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুস সামাদ ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা। আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৩৪৯। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৯০ হাজার ৪২৮ ও নারী ১ লাখ ৭২ হাজার ৯১০ জনসহ তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।