বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Xiaomi গ্লোবাল বাজারে একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Redmi 13x নামে পেশ করা হয়েছে এবং ফোনটি প্রথমে ভিয়েতনামের বাজারে সেল করা হবে। মাত্র 15 হাজার টাকা রেঞ্জের এই ফোনে 108MP Camera, 8GB RAM MediaTek Helio G91-Ultra প্রসেসর এবং 5,030mAh Battery যোগ করা হয়েছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
ডিসপ্লে: Redmi 13x ফোনে 1800 × 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90Hz রিফ্রেশ রেট ও 550nits ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনে 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক হেলিও জি91 আলট্রা অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 এবং Cortex-A76 কোর রয়েছে।
স্টোরেজ: ভিয়েতনামে Redmi 13x ফোনটি 6GB এবং 8GB RAM অপশনে পেশ করা হয়েছে। এই দুটি মডেলেই 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ বাড়ানো যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 108MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 13x ফোনে 5,030mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
অন্যান্য ফিচার: Redmi 13x 4G ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম এবং ব্লুটুথ 5.3 ফিচার রয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP53 রেটিং দেওয়া হয়েছে।
Redmi 13x ফোনের দাম
ভিয়েতনামে Redmi 13x ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6GB RAM সহ বেস মডেল VND 4,290,000 এবং 8GB RAM সহ টপ মডেলে VND 4,690,000 দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 14,300 এবং 15,590 টাকার কাছাকাছি। ফোনটির দুটি মডেলেই 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।