108MP ক্যামেরার সঙ্গে ৫জি সুবিধা নিয়ে রেডমি আনলো নতুন স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার

108mp-redmi-13-5g-smartphone

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আপনি যদি দুর্ধর্ষ ক্যামেরা সহ একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Amazon Kickstarter deal দিচ্ছে আপনাকে সুযোগ। আসলে অ্যামাজন কিকস্টার্টার ডিল সেলে Redmi 13 5G ফোন দুর্দান্ত ডিল সহ বিক্রি করা হচ্ছে। 15000 টাকার কম দামে এই ফোনটি 108MP ক্যামেরা সহ আসে। আসুন জেনে নেওয়া যাক রেডমি 13 5জি ফোনে কী অফার পাওয়া যাচ্ছে।

108mp-redmi-13-5g-smartphone

ভারতে রেডমি 13 5জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। রেডমি 13 5জি ফোনের 6GB RAM+128GB স্টোরেজ ফোনটি 13,998 টাকায় লঞ্চ হয়েছলি। তবে 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 15,499 টাকা। এখানে 6GB+128GB মডেলে 1000 টাকার কুপন ডিসকাউন্ট ছাড় দেওয়া হচ্ছে।

ছাড়ের পর ফোনটি 12,998 টাকায় কেনা যাবে। রেডমি ফোনে 11,000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে। তবে এই ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থার উপর নির্ভর করবে।

রেডমি 13 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে : রেডমি 13 5জি ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.79-ইঞ্চি ফুল HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া। প্রসেসর হিসেবে রেডমি ফোনটি কোয়ালকম এর 4nm এর অক্টা-কোর Snapdragon 4 Gen 2 AE চিপসেট সহ আসে।

ফটো এবং ভিডিওর জন্য রেডমি 13 5G ফোনে 108MP ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনে 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 13MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

লাল ড্রেসে দুর্দান্ত ড্যান্স দিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন সুন্দরী যুবতী

পাওয়ার দিতে ফোনে 5030mAh ব্যাটারি রয়েছে যা 33W এর চার্জিং স্পিড সহ আসে।