বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কিছুটা নাথিং ফোনকে নকল করেই নতুন স্মার্টফোন লঞ্চ করল ইনফিনিক্স। সম্পূর্ণ না হলেও এতে রয়েছে সেমি-ট্রান্সপ্যারেন্ট ডিজাইন। নাথিংয়ে ব্যাক প্যানেলে যেমন LED লাইট রয়েছে এতে তার বদলে দেওয়া হয়েছে ক্যামেরা আশেপাশে কয়েকটি লাইটের স্ট্রাইপ। ফোনের অন্দরে রয়েছে একগুচ্ছ দারুণ ফিচার্স।
Infinix GT 10 Pro স্মার্টফোনটি সাধারণ হ্যান্ডসেট হিসাবে তো ব্যবহার করতে পারবেনই তবে এটি মূলত গেমিং ভিত্তিক স্মার্টফোন। দামও রাখা হয়েছে 20,000 টাকার মধ্যে যাতে গ্রাহকদের সামর্থের মধ্যে থাকতে পারে এই হাই-এন্ড স্মার্টফোন। পাশাপাশি প্রথম 5,000 যার প্রি-বুক করবেন তারা ফোনের সঙ্গে একটি প্রো গেমিং কিটও পাবে সম্পূর্ণ বিনামূল্যে।
Infinix GT 10 Pro এর দাম
এই স্মার্টফোনের 8GB র্যাম এবং 256GB স্টোরেজের দাম রাখা হয়েছে 19,999 টাকা। ইন্টার্নাল স্টোরেজ রূপে 256GB তো সম্পূর্ণ ফ্রি মিলবেই তার উপর ইউজাররা চাইলে মাইক্রো SD কার্ডের মাধ্যমে অতিরিক্ত স্টোরেজও বাড়াতে পারবেন।
আগামী 4 অগাস্ট থেকে ভারতে ফোনের প্রি-বুকিং শুরু করবে ইনফিনিক্স। সেল শুরু হবে স্বাধীনতা দিবসের দিন। ফ্লিপকার্টে 15 অগাস্ট থেকে কেনা যাবে এই স্মার্টফোন। নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে কিনলে দামের উপর বাড়তি টাকা ছাড়ও পেতে পারেন।
ক্যামেরার ক্ষেত্রে এই ফোনের চমক 108 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে মূল ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং বাকি দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 4K ভিডিয়ো রেকর্ড করা যাবে বলে জানিয়েছে সংস্থা। স্মার্টফোনের সামনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।
ফোনে হাই-এন্ড প্রসেসর এবং স্টোরেজ থাকায় হু হু করে শেষ হয়ে যেতে পারে চার্জ। যার জন্য এতে রয়েছে 5,000mAH ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এতে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 13। যেখানে 2 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
কানেক্টিভিটির ক্ষেত্রে মজুত 5G, ডুয়াল-ব্যান্ড WiFi, USB টাইপ-সি, 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং সুরক্ষার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।