১০ জনের মোহামেডানের কাছে ১-০ গোলে হারল বসুন্ধরা কিংস

খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচ জয়ের দারুণ সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু কাজে লাগাতে পারেনি। উল্টো ১০ জনের মোহামেডানের কাছেই ১-০ গোলে হারতে হলো কিংসকে। এতে করে যেন বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের ‘প্রতিশোধই’ নিল সাদা-কালোরা।

mohamedan vs kings

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। রাকিব হোসেনের নিশ্চিত গোল বাঁচাতে ডি বক্সের বাইরে এসে ফাউল করেন মোহামেডানের গোলরক্ষক মোহাম্মদ সুজন। শাস্তি হিসেবে লাল কার্ডে মাঠে ছাড়তে হয় সুজনকে।

সুজনের মাঠ ছাড়ার সুবিধাটা নিতে দেননি বদলি নামা গোলরক্ষক সাকিব আল হাসান।

পুরো ম্যাচে দারুণ কিছু সেভ করে বসুন্ধরার ফরোয়ার্ডদের হতাশা বাড়িয়েছেন তিনি। মোহাম্মদ সোহেল রানা-মিগেল দামাশিনোর বেশ কিছু শট প্রতিহত করেন। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর প্রতিপক্ষের ওপর চড়াও হওয়ার বিপরীতে গোল হজম করে বসে বসুন্ধরা।

ম্যাচের ৫৮ মিনিটে রহিম উদ্দিনের পাস থেকে মোহামেডানকে আনন্দে ভাসান সোলেমান দিয়াবাতে। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে একা পেয়ে গোল করতে ভুল করেননি অধিনায়ক দিয়াবাতে।

৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল মোহামেডান। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন দিয়াবাতে। রহিমকে বক্সের মধ্যে ফেলে দেন কিংসের এক ডিফেন্ডার।

৯ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি

রেফারি পরে পেনাল্টির বাঁশি বাজান। দিয়াবাতে ডানদিকে শট নিলে তা ঝাঁপিয়ে সেভ করে দেন শ্রাবণ। শেষ দিকে ৮৩ মিনিটে মিডফিল্ডার জায়েদ খাসার শট পা দিয়ে আটকিয়ে মোহামেডানকে লিগে টানা দ্বিতীয় জয় এনে দেন সাকিব।

দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে রহমতগঞ্জ। ময়মনসিংহে নাবিব নেওয়াজ জীবনের জোড়া গোলে চট্টগ্রাম আবাহনীকে হারায় রহমতগঞ্জ।