১০ হাজার টাকার মধ্যে ভালো কিছু স্মার্টফোন

xiaomi-redmi-9

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশে দ্রুত চাহিদা বাড়ছে স্মার্টফোনের। আর তাই দেশ–বিদেশের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো দেশের বাজারে ১০ হাজার টাকার নিচে বেশ কয়েকটি ভালো মানের স্মার্টফোন বাজারজাত করছে। দাম তুলনামূলক কম হলেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনগুলো দিয়ে প্রয়োজনীয় প্রায় সব কাজই করা যায়।

xiaomi-redmi-9

আজ দেখে নেওয়া যাক ১০ হাজার টাকা বা তার কমের মধ্যে কয়েকটি স্মার্টফোনের খোঁজ-

ভিভো ওয়াই১ এস
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ভিভো ওয়াই১ এস মডেলের স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬ দশমিক ২২ ইঞ্চি। ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসুবিধার স্মার্টফোনটির সামনে–পেছনে রয়েছে ৫ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। অক্টাকোর প্রসেসরে চলা ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনটি ২টি রঙে পাওয়া যায়। দাম ৯ হাজার ৯৯০ টাকা।

সিম্ফনি জেড ২২
৬ দশমিক ৫২ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটির পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ১৩, ২ ও ০ দশমিক ০৮ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাসহ আরও রয়েছে ১ দশমিক ৮ গিগাহার্টজ গতির প্রসেসর, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। দাম ৮ হাজার ১৯০ টাকা।

সিম্ফনি জেড ৩৩
অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা সিম্ফনি জেড ৩৩ মডেলের স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬ দশমিক ৫২ ইঞ্চি। ১ দশমিক ৮ গিগাহার্টজ গতির প্রসেসরে চলা স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। কিনতে গুনতে হবে ৮ হাজার ৯৯০ টাকা।

শাওমি রেডমি ৯ এ
৬ দশমিক ৫৩ ইঞ্চি স্ক্রিনের শাওমি রেডমি ৯এ মডেলের স্মার্টফোনটির রেজ্যুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটির সামনে–পেছনে রয়েছে ৫ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ স্মার্টফোনটিতে আরও রয়েছে অক্টাকোরের গেমিং প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। দাম ৮ হাজার ৭৯৯ টাকা।

ট্রুকলার থেকে নাম ডিলিট করে দেবার উপায়

ওয়ালটন প্রিমো এনএফ ফাইভ
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ৬ দশমিক ৮২ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটির রেজ্যুলেশন ১৬৪০ বাই ৭২০ পিক্সেল। ১ দশমিক ৮ গিগাহার্টজ গতির কোয়াড-কোর প্রসেসরে চলা স্মার্টফোনটিতে রয়েছে পাওয়ার ভিআর জিই ৮৩০০ গ্রাফিকস, ৩ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট ধারণক্ষমতা, যা ২৫৬ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। সামনে ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাসুবিধার স্মার্টফোনটিতে একসঙ্গে দুটি ফোর–জি সিম ব্যবহার করা যায়। চেহারা ও আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তিনির্ভর স্মার্টফোনটিতে আরও রয়েছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৪টি রঙে বাজারে আসা স্মার্টফোনটির দাম ৯ হাজার ১৯৯ টাকা।