১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি মৎস্য নজরদারি বিমান নিখোঁজ হয়েছে। শনিবার এটিআর ৪২-৫০০ বিমানটি নিখোঁজ হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিমানের সন্ধানে তল্লাশি চালাচ্ছিলেন।
স্থানীয় উদ্ধার সংস্থার কর্মকর্তা আন্দি সুলতান রয়টার্সকে জানিয়েছেন, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস অঞ্চলের কাছাকাছি সময়ে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের বিমানটির সঙ্গে বিমান ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সুলতান জানান, যোগিয়াকার্তা প্রদেশ থেকে যাত্রা করার পর বিমানটি দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের দিকে যাচ্ছিল।
তিনি আরো জানান, বিমানটিতে আটজন ক্রু এবং তিনজন যাত্রী ছিলেন।
সুলতান বলেন, বিমান এবং আরোহীদের খোঁজে সামরিক ও পুলিশ ইউনিট সহ প্রায় ৪০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। তিনি ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, “আমাদের সন্দেহ, বিমানটি বুলুসারাউং পর্বতের চূড়ার কাছে বিধ্বস্ত হয়েছে। আমরা সেখানে আমাদের কর্মীদের মোতায়েন করেছি।”
আমি না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না : ম্যাজিস্ট্রেটকে রুমিন
ইন্দোনেশিয়ার সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয় বিমানটি ভাড়া করেছিল বলে মন্ত্রণালয়ের কর্মকর্তা পুং নুগ্রোহো সাকসোনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারাকে জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


