বিনোদন ডেস্ক : দীর্ঘ ১১ বছর প্রেমের পর প্রেমিকা ওয়াহিদা রাহীকে বিয়ে করেছেন মডেল-অভিনেতা পল্লব। গত বছরের ১১ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠানিকতা হয়েছে বলে জানিয়েছেন পল্লব।
সোমবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পল্লব বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আমাদের ১১ বছরের প্রেম ছিল। সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম আমাদের। আর বিয়ে মাত্র করলাম।’
তিনি আরও বলেন, ‘এখনই বিয়ের কথা জানানোর ইচ্ছা ছিল না। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাতে চেয়েছিলাম। তবে এখন জানাতেও ক্ষতি নেই, আমরাতো বিয়ে করেছি। আপনারা সবাই আমাদের প্রার্থনায় রাখবেন।’
জানা গেছে, পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহী ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার।
রাহী তাদের সম্পর্ক নিয়ে বলেন, ২০১২ সালের তাদের প্রথম পরিচয়। এরপর তারা একে অপরের সঙ্গে কথা বলতেন।
‘মূলত আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গেও একটা কাজ করেছি, নির্মাতা আশরাফুল আলম রিপন ভাইয়ের একটি বিজ্ঞাপনচিত্রে। এরপর ফোনে কথা, দেখা করা, ঘোরাঘুরি। আর সে পছন্দ থেকেই একসাথে জীবন কাটানোর সিদ্ধান্ত আমাদের,’ বললেন রাহী।
উল্লেখ্য, ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি, অপরূপ সুন্দর লাগছে/ এই মনের গভীরে, যার ছবি আঁকা আছে, তুমি সেই সুন্দর চোখে ভাসছে’―নব্বই দশকে প্রচার হওয়া এ বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলটি ছিল জনপ্রিয়। এতে মডেল হয়েছিলেন পল্লব, আর তার সঙ্গে ছিলেন রিয়া।
এছাড়া অভিনয়ে পল্লবের অভিষেক ঘটে ১৯৯৫ সালে। আরেফিন বাদলের ‘প্রাচীর পেরিয়ে’ নাটকে অতিথি শিল্পী ছিলেন তিনি ও তানিয়া আহমেদ। এক যুগে কয়েকশ নাটকে অভিনয় করা হয়েছে তার।
জানা গেছে, দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন তিনি। মুক্তিযুদ্ধের সিনেমা ‘অপারেশন জ্যাকপট’-এর মধ্য দিয়ে। সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে তাকে এসএম গুপ্তা চরিত্রে দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।