সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মিতরা বাসস্ট্যান্ড বাজারে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।
অভিযানে, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে লিটন স্টোরের মো. বাবুল রানাকে এক হাজার, অবৈধভাবে ভোজ্যতেল মজুদ রাখার অভিযোগে মা ভ্যারাইটিজ স্টোরের মো. শহিদুল ইসলামকে পাঁচ হাজার ও মেয়াদোত্তীর্ণ ব্রেড রাখার অপরাধে লাউস ক্যাফে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক কুদ্দুস ভূঁইয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা জানান, মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড বাজারে নানা অপরাধের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।