জুমবাংলা ডেস্ক : এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদে ১৩২ দিন পর মাছ আহরণের প্রথম দিনে ১১৫ টন মাছ (প্রায়) আহরণ হয়েছে বলে জানিয়েছে রাঙামাটি বিএফডিসি (বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন)। এতে প্রায় ২৪ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে বলেও জানা গেছে। গতকাল শুক্রবার সকাল থেকে ব্যবসায়ীরা বোট নিয়ে হ্রদের ঘাটে ঘাটে গিয়ে মাছ সংগ্রহ করেন। এরপর শহরের বিএফডিসির অবতরণ ঘাটে এসে ভিড়তে থাকে মাছবাহী বোটগুলো। মাছ বোট থেকে নামিয়ে সরকারি রাজস্ব মিটিয়ে ড্রামে বরফ দিয়ে প্যাকিং শেষে ট্রাকে তুলে দেওয়া হয়, যেগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। বরাবরের মতোই প্রথম দিনের মাছের আকার নিয়ে কিছুটা হতাশ ব্যবসায়ীরা।
বিএফডিসি সূত্র মতে, রাঙামাটির চারটি অবতরণ ঘাটের মাধ্যমে রাজস্ব আদায় হয়। সবমিলিয়ে এ বছর প্রথম দিনে ১১৫ টন মাছ অবতরণ করেছে। এতে প্রায় ২৪ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।
রাঙামাটির ফিশারিতে কর্মরত শ্রমিক মো. পিন্টু বলেন, দীর্ঘদিন পর আমরা আবারো নিজ কর্মস্থলে যোগ দিয়েছি। এতে আমরা অনেক খুশি। দীর্ঘ চার মাস ফিশারি বন্ধ থাকায় আমরা আর্থিক সংকটে ছিলাম। আজকে থেকে আর্থিক সংকট দূর হবে আশা করছি।
বিএফডিসি সূত্র ও ব্যবসায়ীরা জানান, এবার মাছ কম অবতরণের মূল কারণ হচ্ছে মাছ অবতরণে সময় বেঁধে দেওয়া। অন্যান্য বছর ২৪ ঘণ্টা মাছ অবতরণের সুযোগ থাকলেও এবার মাছ আহরণের শুরুর পর থেকে ১৫ দিন এক বেলা মাছ অবতরণের সুযোগ রয়েছে। অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত মাছ বিএফডিসি ঘাটে অবতরণের সুযোগ রয়েছে। অন্যান্য বছর প্রথমদিকে একসাথে বেশি মাছ আহরণের ফলে সব মাছ বিক্রি করা যেতো না। অবতরণ ঘাটেই মাছ পঁচে যেত। এত পরিমাণ মাছের জন্য বরফও থাকতো না। এছাড়া এভাবে মাছ সংগ্রহের কারণে মাস দুয়েক পর থেকে হ্রদে খুব একটা মাছ পাওয়া যেত না। এতে ব্যবসায়ী ও বিএফডিসি উভয় পক্ষেরই ক্ষতি। তাই এই সমস্যা নিরসনে এবার একবেলা মাছ আহরণের সিদ্ধান্ত হয়েছে। এতে পুরো মৌসুম জুড়েই মাছ পাওয়া যাবে এমনটাই আশাবাদ ব্যবসায়ী ও বিএফডিসির।
রাঙামাটি জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া বলেন, দীর্ঘদিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হয়েছে। আজকে রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্রে প্রচুর মাছ আসতে শুরু করেছে। আশা করছি এবার আমরা ব্যবসায়িকভাবে লাভবান হতে পারবো।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভূইয়া বলেন, দীর্ঘ ১৩২ দিন পর আজকে থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হয়েছে। এবার বৃষ্টিপাত এবং পানির স্তর অনেক বেশি থাকায় আশা করছি মাছের উৎপাদনও অনেক বেশি হবে এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।