মাত্র ২৪০ রানের টার্গেটে নেমেই ধুঁকছে ভারত। শুরুতেই নেই টপ অর্ডারের চার ব্যাটসম্যান।
২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা ভারতীয় শিবির। ৫ রানে হারিয়েছেন দলের সেরা তিন ব্যাটসম্যানকে। এজবাস্টনে লজ্জার মুখে টিম ইন্ডিয়া। বোল্ট-হেনরিতে কাঁপছে ভারত।
দলের সবথেকে ফর্মে থাকা ব্যাটসম্যান রোহিত ফিরেছেন ইনিংসের দ্বিতীয় ওভারেই। তৃতীয় ওভারে ফিরেছেন অধিনায়ক কোহলি। এরপরে চতুর্থ ওভারে আগের ম্যাচের শতক করা কে এল রাহুলও অনুসরণ করেছে রোহিত-কোহলিকে। টানা তিন ওভারে তিন উইকেট নেই ভারতের।
এর আগে ৮ ইনিংসে রান করেছেন ৬৪৭। আজ করলেন ১। ম্যাট হেনরির বলে ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক লাথামের হাতে। এর পরের ওভারেই ফেরেন অধিনায়ক কোহলি। বোল্টের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে কোহলিও বিদায় হন ১ রান করে। মাত্র ২৩৯ রানেই ধুঁকছে ভারত।
ক্রিজে এসেছেন কার্তিক আর পান্ট।
ভারতের স্কোরবোর্ড:
ভারত ৯২/৬, ওভার ৩০
ম্যানচেস্টারে আজ ব্যাট না করতে হলেই সম্ভবত বেশি খুশী হতো নিউজিল্যান্ড। গতদিনের বাকি থাকা ২৩ বলে কিউইরা নিতে পারলো মোটে ২৮ রান। যেখানে নিউজিল্যান্ডের কাছে সুযোগ ছিল লক্ষ্যটা যতটুক পারা যায় বড় করে নেবার, সেখানে বুমরা-ভুবনেশ্বরের বোলিং তোপে ইনিংস থামল ২৩৯ রানে।
বোলারদের প্রশংসার পাশাপাশি প্রশংসার দাবিদার ফিল্ডার জাদেজা। রানআউট আর দুর্দান্ত ক্যাচে কিউইদের মাথাব্যথার কারণ হয়েছে একাই। শেষ ২৩ বলে নিউজিল্যান্ড নিতে পেরেছে মাত্র একটি বাউন্ডারি! টানা দ্বিতীয়বার ফাইনাল খেলতে নিউজিল্যান্ডকে বোলিংয়ে করতে হবে দারুণ কিছু। সম্ভবত দারুণের থেকেও বেশি কিছু।
কিউইদের হয়ে সর্বোচ্চ রান করেছেন রস টেইলর। আর বল হাতে ৩ উইকেট লুফে নিয়েছেন ভুবনেশ্বর কুমার।
এজবাস্টনে ভারত-নিউজিল্যান্ডের খেলা সরাসরি দেখতে ভিজিট করুন
নিচের লিঙ্কটি কপি করে যে কোন ব্রাউজারে খেলা দেখুন
https://www.rabbitholebd.com/live/13
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।