ভিভো তার নতুন স্মার্টফোন Vivo V60 ভারতীয় বাজারে লঞ্চ করতে প্রস্তুতk। ভারতে ভিভো ভি৬০ স্মার্টফোন 12 অগাস্ট দুপুর 12 টায় লঞ্চ করা হবে। আপকামিং ভিভো ফোনের মাইক্রোসাইট Flipkart এ লাইভ হয় গেছে। সাইট থেকে আপকামিং ভিভো ভি৬০ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ হয় গেছে। কোম্পানির দাবি যে ভিভো ভি৬০ ফোনে 6500mAh ব্যাটারি সহ ভারতের সবচেয়ে পাতলা ফোন হবে। তবে লঞ্চের আগেই আপকামিং ফোনের দাম প্রকাশ হয়ে গেছে। একটি জনপ্রিয় টিপস্টার আপকামিং ভিভো ভি৬০ ফোনের দাম লঞ্চের আগেই অনলাইনে লিক করেছে।
ভারতে Vivo V60 ফোনের কত হবে দাম
টিপস্টার অভিষেক যাদব তার X পোস্টে ভিভো ভি৬০ ফোনের ভারতীয় দাম 37,000 টাকা হবে বলে জানিয়েছে। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ সহ মডেল আসবে। বলে দি যে লঞ্চের পর এটি বিশেষ করে Flipkart এ বিক্রি হবে।
কেমন হবে ভিভো ভি৬০ ফোনের স্পেসিফিকেশন
Vivo V60
ফিচারের কথা বললে, ভিভো ফোনের মাইক্রোসাইট টিজ করা হয়েছে যেখানে ফোনটি তিনটি কালার অসপিশিয়াস গোল্ড, মুনলিট ব্লু এবং মিস্ট গ্রে অপশনে আসবে।
এছাড়া ফোনের ডিসপ্লেতে তাকবে কোয়াড কার্ভড যা ইমার্সিভ এক্সপেরিয়েন্স দেবে। প্রসেসর হিসেবে ভিভো ভি৬০ ফোনটি Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করবে। এটি 12GB RAM সহ 12GB ভার্চুয়াল RAM এর সাপোর্টও থাকবে।
আপকামিং ভিভো ভি৬০ ফোন ফনটাচওএস 15 এ চলবে। এছাড়া কোম্পানি গুগল জেমিনির সাপোর্টও দিয়েছে নতুন ভিভো ফোনে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি৬০ ফোনে দুর্দান্ত ক্যামেরা পাওয়া যাবে। এতে রিয়ারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যা 50 মেগাপিক্সেল Zeiss Sony IMX766 ক্যামেরা, 50 মেগাপিক্সেল Zeiss সোনি IMX882 টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল Zeiss আল্ট্রা ওয়াইড ক্যামেরা সাপোর্ট করবে। সেলফির জন্য ফোনে পাওয়া যাবে 92 ডিগ্রি ওয়াইড এঙ্গেল লেন্স সহ 50 মেগাপিক্সেল Zeiss ক্যামেরা।
কোম্পানি টিজ করেছে যে আপকামিং ভিভো ভি৬০ স্মার্টফোন 6500mAh ব্যাটারি ব্লুভোল্ট ব্যাটারি থাকবে এবং এটি 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে।
কোম্পানির দাবি যে এটি 6500mAh ব্যাটারি সহ আসা ভারতের সবচেয়ে পাতলা ফোন হবে। ভিভোর দাবি যে এই ব্যাটারি চার বছর পর্যন্ত প্রতিদিনের ব্যবহারে দুর্দান্ত পারফরম্যান্স দেবে।
ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে ফোনটি IP68 এবং IP69 রেটিং সহ আসবে। এটি 1.5 মিটার জলে 2 ঘন্টা পর্যন্ত কাজ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।