ভারতের কেরল প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুললেন বাঁহাতি ব্যাটার সলমন নিজার। মাত্র ১২ বলে ১১টি ছক্কা হাঁকিয়ে ক্রিকেট দুনিয়ায় তৈরি করলেন এক অনন্য রেকর্ড।
যেখানে ছ’ বলে ছয় ছক্কা মারার তালিকায় রয়েছেন রবি শাস্ত্রী, যুবরাজ সিং, হার্শেল গিবস ও কাইরন পোলার্ডের মতো তারকারা, সেখানে সলমন নিজারের এই ইনিংস আরও এক ধাপ এগিয়ে দিল তাকে।
ম্যাচের চিত্র
কেরলের তিরুবনন্তপুরমে কালিকট বনাম ত্রিবান্দ্রমের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৬ উইকেটে ১১৫ রানে চাপে ছিল কালিকট দল। মনে হচ্ছিল ইনিংস ১২৫-১৩০ রানের মধ্যেই শেষ হবে। তবে শেষ দুই ওভারে পুরো চিত্রটাই পাল্টে দেন সলমন নিজার।
- ১৯তম ওভার: অভিজ্ঞ ভারতীয় পেসার বাসিল থাম্পির প্রথম পাঁচ বলেই পাঁচটি ছক্কা হাঁকান সলমন। শেষ বলে নেন একটি সিঙ্গেল।
- ২০তম ওভার: অভিজিৎ প্রবীণের করা ছয় বলেই ছয়টি ছক্কা হাঁকান তিনি। ওই ওভারে আরও একটি ওয়াইড থেকে আসে চার রান। অর্থাৎ এক ওভারেই ওঠে ৪০ রান।
শেষ দুই ওভারে ৭১ রান আসে সলমনের ব্যাট থেকে। তিনি মাত্র ২৬ বলে অপরাজিত ৮৬ রান করেন, যেখানে ছিল ১১টি ছক্কা। তার ব্যাটে ভর করে কালিকট ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।
ঘরোয়া ক্রিকেটে সলমনের উত্থান
কেরলের হয়ে গত মৌসুম থেকেই নজর কাড়তে শুরু করেছেন সলমন নিজার। রঞ্জি ট্রফিতে একাধিকবার ৯০ পেরিয়েও শতক পাননি। তবে সাদা বলের ক্রিকেটে তার পারফরম্যান্স অনেক বেশি ভয়ঙ্কর।
- সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের বিপক্ষে ৪৯ বলে অপরাজিত ৯৯ রান করেছিলেন, যেখানে ছিল ৮ ছক্কা।
- গতবার কেরল প্রিমিয়ার লিগে ৪৫৫ রান করে ছিলেন দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক।
- বিজয় হজারে ট্রফিতে কেরলের অধিনায়কত্বও করেছিলেন তিনি।
ভালো পারফরম্যান্সের কারণে এবার দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চল দলে জায়গা পেয়েছেন সলমন। তার আগে এই ইনিংস তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।