বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো অস্কারে প্রদর্শিত হতে যাচ্ছে বলিউডের ১২টি আইকনিক সিনেমা। ‘ইমোশন ইন কালার: আ ক্যালিডোস্কোপ অব ইন্ডিয়ান সিনেমা’ শিরোনাম এই আয়োজন করেছে লস অ্যাঞ্জেলেসের একাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্স। এই বিশেষ অনুষ্ঠানটি ৭ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ক্লাসিক চলচ্চিত্রের এই তালিকার মধ্যে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’; শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাইয়ের ‘দেবদাস’ এবং হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই জুটির ‘যোধা আকবর’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
জানা যায়, এই প্রদর্শনীর লক্ষ্য হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের উত্তরাধিকার সংরক্ষণ ও এর উদযাপন করা। সাবধানতার সঙ্গে ভারতীয় চলচ্চিত্রগুলো বাছাই করেছেন ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-পরিচালক শিবেন্দ্র সিং। তিনি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংরক্ষণবাদী।
সমালোচকদের কাছে প্রশংসিত এই চলচ্চিত্র তালিকায় জায়গা করে নিয়েছে মেহবুব খান পরিচালিত ‘মাদার ইন্ডিয়া (১৯৫৭)’, শ্যাম বেনেগালের ‘মন্থন (১৯৭৬)’, মনমোহন দেশাইয়ের ‘অমর আকবর অ্যান্টনি (১৯৭৭)’, আরিবম শ্যাম শর্মার ‘ইশানাউ (১৯৯০)’, অরবিন্দন গোবিন্দনের ‘কুমাট্টি (১৯৭৯)’, কেতন মেহতার ‘মির্চ মাসালা (১৯৮৭)’, সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস (২০০২)’, আদিত্য চোপড়ার ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫)’, আশুতোষ গোয়ারিকরের ‘যোধা আকবর (২০০৮)’, সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা (১৯৬২)’, কুমার শাহানির ‘মায়া দর্পণ (১৯৭২)’, মণি রত্নমের ‘ইরুভার (১৯৯৭)’।
এই ক্লাসিক ছবির প্রদর্শনীতে ভারতীয় সিনেমায় রঙের শৈল্পিক ব্যবহার, এর অনন্য দৃশ্যগল্প এবং সেইসাথে মানসিক অনুরণনের মতো বিষয়বস্তু ফুটে উঠবে। সেইসাথে দর্শকদের ভারতের সমৃদ্ধ সিনেমাটিক ঐতিহ্যের একটি আভাস দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।