স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হকি দলের কোচ সিগফ্রাইড একম্যান গত ১২ মাস ধরে বেতন পাননি। এ কারণে পদত্যাগ করেছেন তিনি।এর আগে গত বছর পাকিস্তানের হকি দলের কোচের দায়িত্ব নেন তিনি। তবে চলতি বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করেন। খবর জিও নিউজের।
নেদারল্যান্ডস থেকে আসা এই কোচ বেতনের বিরোধের কারণে গত বছরের শেষের দিকে দেশে ফিরেছিলেন। কিন্তু সে সময় পদত্যাগ করেননি। তবে অবশেষে কোনো সমাধান না হওয়ায় তিনি সরে দাঁড়ালেন। পিএইচএফ এখনও জানায়নি যে তারা কবে একম্যানের বেতন দেবে বা বকেয়া অর্থ পরিশোধ করা হবে।
এদিকে একম্যান যখন পাকিস্তান হকি ফেডারেশনে (পিএইচএফ) তার পদত্যাগপত্র পাঠান, একই সময়ে নেদারল্যান্ডস-ভিত্তিক আরেক কোচ রোয়েল্যান্ট ওল্টম্যানস পাকিস্তানে আসেন। তিনি জাতীয় জুনিয়র দলের সঙ্গে মাস্কাটের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে পাকিস্তান এশিয়া জুনিয়র কাপে অংশ নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।