১২টি পিজিডি কোর্স চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে

১২টি পিজিডি কোর্স

জুমবাংলা ডেস্ক : দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে কর্মমুখী ১২টি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স। বৃহস্পতিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৯৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

১২টি পিজিডি কোর্স

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, যুগের চাহিদার নিরিখে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্লান প্রণয়ন করছে। এরই অংশ হিসেবে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ১২টি কর্মমুখী পিজিডি কোর্স চালু করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশে-বিদেশে নতুন কর্মসংস্থানে যুক্ত হতে পারবে। পাশাপাশি কোভিড পরিস্থিতি বিবেচনায় ব্লেন্ডের এডুকেশন সিস্টেম নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয়।

সভায় চূড়ান্ত অনুমোদিত কর্মমুখী ১২টি পিজিডি কোর্সগুলোর মধ্যে রয়েছে-ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, এন্ট্রাপ্রেনারশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি ও সিকিউরিটি ম্যানেজমেন্ট।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, পিএসসির সদস্য অধ্যাপক মো. হামিদুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাববীর আহমেদ, বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ একাডেমিক কাউন্সিলের ৩৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

অনলাইনে আসছে তাহসান-তিশার ছবি ‘মানি মেশিন’