বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড কেটিএম ১২৫ সিসির নতুন ডিউক বাইক আনল। মডেল ডিউক ১২৫। এটি সাশ্রয়ী দামের।
এই মুহূর্তে যে ১২৫ ডিউক বাজারে বিক্রি হয় তার থেকে একদমই আলাদা নতুন রূপে ধরা দিয়েছে মোটরসাইকেলটি। ডিজাইনের ক্ষেত্রে ৩৯০ ডিউক-কেই নকল করেছে এটি। মাসকুলার চেহারার পাশাপাশি নতুন জেনারেশনের কথা মাথায় রেখে রাখা হয়েছে বাইকের গ্রাফিক্স।
বড় ফুয়েল ট্যাংকের সঙ্গে এতে মিলবে এলইডি হেডল্যাম্প। ফিচার্সও চেহারায় পরিবর্তন হলেও ইঞ্জিনে কোনও বদল রাখেনি কেটিএম। এতে থাকছে ১২৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্স। যা সর্বোচ্চ ১৪.৭ হর্সপাওয়ার এবং ১১ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম।
বাইকের চেসিস বদলেছে কেটিএম। নতুন স্টিলে ট্রেলিস ফ্রেম এবং অ্যালমুনিয়াম সাব-ফ্রেম যোগ করা হয়েছে। সাসপেনশনের ক্ষেত্রে রয়েছে আপ-সাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং অফ-সেট মনোশক। ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে সামনে ৩২০ মিলিমিটার ডিস্ক ও পিছনে ২৪০ মিলিমিটার ডিস্ক ব্রেক।
এই কেটিএম ১২৫ ডিউকে পাবেন ৫ ইঞ্চির টিএফটি স্ক্রিন সঙ্গে ট্র্যাক মোড। এই মোটরসাইকেলে পাবেন সেলফ-ক্যানসেলিং টার্ন ইন্ডিকেটর এবং কর্নারিং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।
বাইকটির দাম প্রায় পৌনে তিন লাখ টাকা। ভারতের বাজারে মডেলটি লঞ্চ করেছে কেটিএম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।