বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এবার ভারতের বাজারে হন্ডা গাড়ি প্রস্তুতকারক সংস্থা নিয়ে আসছে তাদের নতুন একটি বাইক Honda Monkey Lightning। বাইকে দেওয়া হবে ১২৫ সিসি একটি ইঞ্জিন যা বাইকের গতি ও পারফরম্যান্সকে করবে আরও উন্নত। লাল ও হলুদ এই দুই রঙে গাড়িটি হাজির হতে চলেছে।
ইতিমধ্যে থাইল্যান্ডের বাজারে গাড়িটি লঞ্চ হয়েছে। খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে এই গাড়ি। তবে সংস্থার তরফে এখনও পর্যন্ত স্পষ্ট জানানো হয়নি ভারতের বাজারে এটি কবে নাগাদ লঞ্চ হবে। প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম এই বাইক। ১২ ইঞ্চি চাকা বিশিষ্ট এই বাইক গ্রাহকদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠবে।
১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনযুক্ত বাইকটি ৯.২ বিএইচপি পাওয়ার ও ১১ এনএম টর্ক উৎপন্ন করে। স্লীক ডিজাইন ও হাই পারফরম্যান্স নিয়ে হাজির হতে চলেছে বাইকটি। বাইকটিতে রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম যার সাহায্যে হঠাৎ করে ব্রেক কষতে সুবিধা হয় চালকের।
বাইকটির ওজন ১০৪ কেজি যা এটিকে ব্যবহারে আরও সুবিধাজনক করে তুলবে। বর্তমানে থাইল্যান্ডে গাড়িটি ১০৮,৯০০ ভাট অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২.৫৯ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। বাইকটির দামের সঙ্গে রয়েছে দুর্দান্ত পারফর্মেন্স ও ফিচার্স যা আকর্ষণীয় করে তুলবে গ্রাহকদের কাছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।