আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে বিস্ময়ের জন্ম দিয়ে বিজ্ঞানীরা ফিরিয়ে আনলেন সাড়ে ১২ হাজার বছর আগে বিলুপ্ত হওয়া এক বিশেষ ধরনের নেকড়ে—ডায়ার উলফ। জীবাশ্ম থেকে পাওয়া ডিএনএর ভিত্তিতে ক্লোনিং ও জিন এডিটিংয়ের মাধ্যমে নতুন করে প্রাণ ফিরে পেল এই প্রাচীন প্রাণি।
Table of Contents
ইতিহাসের পাতা থেকে আধুনিক বিজ্ঞানেই ফিরে আসা
প্রায় ১২,৫০০ বছর আগে ডায়ার উলফরা ঘুরে বেড়াত উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে। কিন্তু সময়ের সঙ্গে তারা হারিয়ে যায় পৃথিবী থেকে। সেই সময় থেকে এই প্রাণির অস্তিত্ব শুধু জীবাশ্মেই সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষের কাছে এই নেকড়েরা একেবারেই অপরিচিত।
দেখা মিলল নতুন দুই শাবকের
বিলুপ্ত প্রাণি হওয়ায় তাদের ফের দেখা পাওয়ার সম্ভাবনা ছিল না বললেই চলে। অথচ এবার পাওয়া গেল দু’টি ডায়ার উলফ শাবক—যাদের বয়স মাত্র ৬ মাস। ইতিমধ্যে তাদের ওজন ৩৬ কেজি ছাড়িয়েছে। শরীর জুড়ে সাদা ও ঘন লোম, আর তারা দিব্যি খেলে বেড়াচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তির যুগান্তকারী সাফল্য
টেক্সাসের কোলোসাল বায়োসায়েন্সেস নামক সংস্থার বিজ্ঞানীরা জীবাশ্ম থেকে ডায়ার উলফের ডিএনএ সংগ্রহ করে তা জিন এডিটিং ও ক্লোনিংয়ের মাধ্যমে পুনরায় প্রাণসঞ্চার করেন। এই প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে আধুনিক যুগে বিদ্যমান আরেক ধরনের নেকড়ে, গ্রে উলফ-এর ডিএনএ।
প্রকৃতির কোলে নতুন জীবন
এই দুই শাবক এখন নিজেদের মতো করে বড় হচ্ছে। বিজ্ঞানীদের এই সাফল্য শুধু ডায়ার উলফকে নয়, বরং ভবিষ্যতে আরও বহু বিলুপ্ত প্রাণিকে ফিরিয়ে আনার পথ দেখাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।