সারা রাত জেগে ইউটিউব দেখে বা পাবজি খেলে মোবাইল চার্জ দিতে ভুলে গেলেন এবং সকালে দেরী করে উঠে দেখলেন- আপনাকে আর ৩০ মিনিটের মধ্যেই অফিসের উদ্দেশ্য যাত্রা করতে হবে অথচ মোবাইলের চার্জ শূন্য!
বর্তমানে স্মার্টফোন কিনতে গেলে প্রথম কয়েকটি ফিচারের মধ্যে একটি হলো ডিভাইসে ফাস্ট চার্জের সাপোর্ট রয়েছে কিনা। ১২৫W ফাস্ট চার্জং সাপোর্ট করবে এমন বেশ কয়েকটি হাই এন্ড মোবাইল আগামী কয়েকমাসে টেক মার্কেটে চমক দিতে আসতেছে।
একনজরে দেখে নেওয়া যাক ২০২১ সালের শেষ থেকে ২০২২ সালের শুরুর দিকে ১২৫W ফাস্ট চার্জংসাপোর্ট করবে এমন মোবাইলের লিস্ট:
১। ONEPLUS 10 PRO
১২৫W ফাস্ট চার্জং সাপোর্ট নিয়ে এই হ্যান্ডসেট ডিসেম্বরে লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে। এতদিন ধরে বিভিন্ন অনলাইন সাইটে এই স্মার্টফোনের যেসমস্ত রেন্ডার লীক হয়েছে তাতে দেখা গিয়েছে যে এই মোবাইল আসতে পারে বেশ বড় মাপের স্কোয়ার শেপের ব্যাক ক্যামেরা মডিউলের সাথে। এই ডিভাইসে থাকতে পারে তিনটি ক্যামেরা সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ। ক্যামেরা প্যানেলের নীচের অংশে থাকতে পারে OnePlus ব্র্যান্ডের লোগো। এই মোবাইল কাজ করতে পারে Snapdragon 898 চিপসেটে।
২। REALME GT 2 PRO
Realme GT 2 Pro ফোনে থাকতে পারে 6.43 ইঞ্চির সুপার অ্যামোলয়েড ডিসপ্লে। এই হ্যান্ডসেটের স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে 120Hz । এখনো পর্যন্ত পাওয়া বিভিন্ন লীক থেকে জানা যাচ্ছে যে এই মোবাইল কাজ করতে পারে Snapdragon 888+ বা স্ন্যাপড্রাগন 898 প্রসেসরে। এই মডেল আসতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকতে পারে 108MP ক্যামেরা। এছাড়া আসতে পারে 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP/5MP টেরটিয়ারি ক্যামেরার সাথে। সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে 32MP ক্যামেরা। বেশ কিছু লিক রয়েছে এই ফোনটি 125W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে আসতে চলেছে।
৩। OPPO FIND X4 PRO
এখনো পর্যন্ত Oppo ব্র্যান্ডের এই লেটেস্ট Find X4 Pro মডেল কি কি স্পেসিফিকেশনের সাথে আসবে তা জানা যায়নি। তবে ফোনটি 125W ফাস্ট চার্জ ফিচারসহ আসতে পারে এমন বেশ কিছু লিক বের হয়েছে। এই হ্যান্ডসেট আসতে পারে 4000 mAh ব্যাটারি স্পেসিফিকেশনের সাথে। লীক থেকে পাওয়া খবর অনুসারে Oppo Find X4 Pro কাজ করতে পারে লেটেস্ট স্ন্যাপড্রাগন 898 চিপসেটে।
৪। OPPO N SERIES
Oppo N সিরিজ ফ্ল্যাগশিপের ঘোষণা সামনের কিছুদিনের মধ্যেই করা হবে ব্র্যান্ডের তরফে। তবে টেক স্পেশ্যালিস্টদের মতে এই সিরিজের ফোনগুলিতে থাকতে পারে 125W ফাস্ট চার্জের সাপোর্ট। এই হ্যান্ডসেটের লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে কিছু এখনো জানা যায়নি।
৫। OPPO RENO 8 PRO
টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে Oppo Reno 8 Pro হ্যান্ডসেটের 125W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। 2022 সালের শুরুর দিকে লঞ্চ করতে পারে এই লেটেস্ট Oppo Reno মডেল।
ফাস্ট চার্জিং খুবই নতুন প্রযুক্তি। এই প্রযুক্তি নিয়ে এখনো অনেক রিসার্চ চলতেছে। অনেক বিসেজ্ঞদের দ্বিমতও আছে। আমার মতে ৫০ থেকে ৭০Watt ফাস্ট চার্জিং সাপোর্ট বর্তমানে সেইফ অবস্থায় আছে। অন্যদিকে কিছ ফ্ল্যাগশিপ মোবাইল শুধুমাত্র ফাস্ট চার্জিং সাপোর্টের জন্য অনেক বেশী টাকা নিয়ে থাকে। সুতরাং, ইমোশনালি ফাস্ট চার্জিংএর পিছনে না দৌড়িয়ে স্ট্যাবল প্রযুক্তি নির্ভর ডিভাইস কিনুন।
Samsung Galazy A13 5G: ভালো ক্যামেরা ও বড় ব্যাটারির দুর্দান্ত ফোন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।