আন্তর্জাতিক ডেস্ক : নসিবের জোর একেই বলে, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক ব্যক্তি মাত্র এক লটারির টিকেটেই জিতে নিয়েছেন ১২৮ কোটি ডলার। আয়োজকদের দাবি এটাই দ্বিতীয় বৃহত্তম মেগা লটারি জয়ের ঘটনা।
এই টিকেট বিজয়ী চাইলে তার সম্পূর্ণ টাকা একবারে নিতে পারবেন অথবা ২৯ বছরে কিস্তিতে কিস্তিতেও নিতে পারবেন এই অর্থ।
এর আগে সবচেয়ে বড় মেগা পুরস্কারটি ছির ১৫৩ কোটি ৭৩ লাখ ডলারের। ২০১৮ সালে এটি জিতেছিলেন সাউথ ক্যারোলিনার এক ব্যক্তি।
লটারির আয়োজক কোম্পানি ‘মেগা মিলিয়নস’ তাদের ওয়েবসাইটে টিকেট নম্বর প্রকাশ করে। পরে তাদের কোম্পানির অফিসিয়াল চিঠিতে নিশ্চিত করা হয় টিকিটটি ইলিনরের কেউ কিনেছেন। তবে এখনও বিজয়ীর সন্ধান মেলেনি।
মেগা মিলিয়ন ৪৫ মিলিয়ন মার্কিন ডলারে যুক্তরাজ্য জুড়ে তাদের টিকেট বিক্রি করে থাকে।
সূত্র: বিসিবি, মেগা মিলিয়নস
বাড়ি বিক্রির দু’ঘণ্টা আগে কোটি টাকার লটারি জিতলেন ঋণগ্রস্ত বৃদ্ধ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।