বিনোদন ডেস্ক :ট্রেলার মুক্তির পর থেকেই আলোড়ন সৃষ্টি করেছিল চোখে দেখতে না পাওয়া বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবনীভিত্তিক সিনেমা ‘শ্রীকান্ত’। এবার মুক্তির মাত্র তিন দিনে বক্স অফিস মাতাচ্ছে স্বল্প বাজেটের এই সিনেমা।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির মাত্র তিন দিনে ভারতীয় বক্স অফিসে রাজকুমার রাও অভিনীত এই ছবি আয় করেছে ১১.৫ কোটি রুপি। যা মুক্তির প্রথম তিন দিনের আয়ের দিক থেকে বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল’ কেও টেক্কা দিচ্ছে। কেননা মুক্তির তিন দিনে ‘টুয়েলভথ ফেল’র আয় যেখানে ৬.৮৩ কোটি রুপি ছিল সেখানে এই আয়ের ডাবল ‘শ্রীকান্ত’র দখলে।
জানা গেছে মুক্তির প্রথম দিনে ‘শ্রীকান্ত’র আয় যেখানে ২.২৫ কোটি রুপি ছিল। সেখানে দ্বিতীয় ও তৃতীয় দিনে তা বেড়ে যথাক্রমে ৪ ও ৫.২৫ কোটি রুপি হয়েছে।
এদিকে ছবিটি মুক্তির আগেই এ নিয়ে নির্মাতারা নতুন উদ্যোগ নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে। সিনেমাটি যাতে দৃষ্টিপ্রতিবন্ধীরা উপভোগ করতে পারেন এর জন্য নতুন প্রযুক্তির সহায়তা নিয়েছেন নির্মাতারা।
অনেকেই ভাবছে যে ছবিতে তো অডিও আছে। তাহলে এতে আর আলাদা কী করতে হবে! আসলে ছবিটি নিয়ে নির্মাতা এমন একটি পরীক্ষা করেছেন, যাতে অন্ধ দর্শকেরাও এই ছবিটি পুরোপুরি উপভোগ করতে পারেন। বলা হচ্ছে, নির্মাতারা এই ছবিটির সঙ্গে একটি অডিও প্রকাশ করছেন, যা দৃষ্টিহীন প্রতিবন্ধী দর্শকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এই অডিও সংস্করণে, চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিবরণ বর্ণনা করা হবে। যাতে যারা দেখতে পাচ্ছেন না তারা বুঝতে পারেন যে এই মুহূর্তে পর্দায় কী ঘটছে।
সিনেমাটিতে শ্রীকান্ত বোলার চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। তিনি ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জ্যোতিকা, আলিয়া এফ এবং শরদ কেলকারকে। ‘শ্রীকান্ত’ পরিচালনা করেছেন তুষার হিরানন্দানি, আর ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার এবং নিধি পারমার হিরানন্দানি।
বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। সারা পৃথিবী যখন তাকে দূরে ঠেলে দিয়েছে, তখন তিনি প্রমাণ করেছেন মনের জোর আর ইচ্ছে থাকলেই সব সম্ভব। জীবনের সমস্ত কঠিন লড়াই এক মুহূর্তে উতরে এগিয়ে গিয়েছেন তিনি। – ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।