Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ১২ বছরে সংযুক্ত আরব আমিরাতে বিমান ভাড়া কমেছে ৩৫ শতাংশ
    আন্তর্জাতিক প্রবাসী খবর

    ১২ বছরে সংযুক্ত আরব আমিরাতে বিমান ভাড়া কমেছে ৩৫ শতাংশ

    Mynul Islam NadimApril 17, 20254 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে গড় প্রকৃত বিমান ভাড়া ১২ বছরে ৩৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)। নতুন স্বল্পমূল্যের এয়ারলাইনসের যাত্রা শুরু এবং আকাশপথে যাত্রার বাড়তি চাহিদার মাঝে প্রতিযোগিতা বৃদ্ধির ফলে এমনটি হয়েছে।

    বিমান ভাড়া

    বৈশ্বিক এই বিমান সংস্থা বুধবার প্রকাশিত এক গবেষণায় বলেছে, ‘গত ৫০ বছরে বিশ্বব্যাপী বিমান ভ্রমণের খরচ ৭০ শতাংশ কমেছে, যা আকাশপথে পরিবহনকে আরো সবার নাগালে নিয়ে এসেছে। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে গড় প্রকৃত বিমান ভাড়া ৩৫ শতাংশ কমেছে।’

    স্থানীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা বিগত বছরগুলোতে বিমান ভাড়া কমাতে সহায়তা করেছে। সংযুক্ত আরব আমিরাতে এয়ার অ্যারাবিয়া আবুধাবি ও উইজ এয়ার আবুধাবির মতো একাধিক নতুন এয়ারলাইনস যাত্রা শুরু করেছে।

    এর পাশাপাশি এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া ও ফ্লাইদুবাইয়ের মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলো বিশ্বজুড়ে শত শত গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এই বাড়তি বিকল্পগুলো, বিশেষ করে স্বল্পমূল্যের ফ্লাইটের ক্ষেত্রে যাত্রীদের জন্য বড় সুবিধা হয়ে উঠেছে।

    সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বৈশ্বিকভাবে বিমান চলাচলের জন্য অন্যতম সেরা সংযোগ (কানেকটিং) দেশ। দেশটিতে নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনাকারী সাতটি বিমানবন্দর রয়েছে। সেখান থেকে সরাসরি সংযোগ রয়েছে ৩০৪টি আন্তর্জাতিক বিমানবন্দর ও ১০৯টি দেশের সঙ্গে। সেখান থেকে প্রতিদিন গড়ে ৮৫৭টি ফ্লাইট ছেড়ে যায়।

    পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো গত পাঁচ বছরে প্রায় ১৬২টি নতুন আন্তর্জাতিক রুট চালু করেছে। আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, “বৈশ্বিক সংযোগের (কানেকটিং ফ্লাইট) ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

    এর ‘সুপার-কানেক্টর’ ভূমিকার ফলে বাণিজ্য, পর্যটন, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুবিধা এসেছে দেশটিতে। সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব বিমান পরিবহন খাতের জন্য একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, যা স্মার্ট নীতিমালা ও বিশ্বমানের অবকাঠামোতে বিনিয়োগে সমর্থিত।”

    টিকিটের জন্য দুই দিনের আয়ই যথেষ্ট আইএটিএ জানায়, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের গড় ভাড়ার ও মাথাপিছু জিডিপির ভিত্তিতে দেখা গেছে, দেশটির বাসিন্দাদের একটি ফ্লাইট টিকিট কেনার জন্য গড় হিসেবে ১.৯ দিন কাজ করলেই চলে।

    বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের মাথাপিছু আয় ছিল এক লাখ ৮০ হাজার দিরহাম, যা গড়ে মাসিক ১৫ হাজার দিরহাম বেতন বোঝায়। দুই দিনের কাজের মাধ্যমে প্রায় এক হাজার দিরহাম আয় সম্ভব, যা দিয়ে স্বল্পমূল্যের এয়ারলাইনসে অনেক গন্তব্যে ভ্রমণের জন্য টিকিট কেনা যায়।

    সংযুক্ত আরব আমিরাত ছাড়াও উপসাগরীয় দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আরো কিছু দেশের বাসিন্দারা গড়ে পাঁচ দিনের কম কাজ করে ফ্লাইট টিকিট কিনতে পারেন। তবে আফ্রিকা, ভারত, পাকিস্তান ও কিছু সিআইএস দেশের মানুষদের উচ্চ বিমান ভাড়া ও আয়ের স্বল্পতার কারণে একটি টিকিট কেনার জন্য ১৫ দিনেরও বেশি সময় কাজ করতে হয়।

    প্রায় ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে বিমান খাত সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বজুড়ে আকাশপথে যাত্রার চাহিদা বাড়ায় বিমান খাত বিগত কয়েক দশকে ব্যাপক প্রসার ঘটিয়েছে। দুবাই বিশ্বব্যাপী একটি বড় বিমান চলাচলের কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং আন্তর্জাতিক যাত্রী পরিবহনের দিক থেকে সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে অবস্থান ধরে রেখেছে।

    আইএটিএর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে প্রতি এক হাজার মানুষের জন্য তিন হাজার ৬৬৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এ ছাড়া বিমান খাতে সরাসরি নিয়োজিত আছেন দুই লাখ ছয় হাজার ৮০০ জন, যার অর্থনৈতিক মূল্য প্রায় ২৬.৬ বিলিয়ন ডলার, যা দেশটির মোট দেশজ উৎপাদনের ৫.৩ শতাংশের সমান।

    এর বাইরেও সরবরাহ চেইন, কর্মীদের ব্যয় ও পর্যটন খাতের মাধ্যমে বাড়তি সুবিধা অর্জিত হয়, যা মোট জিডিপিতে ৯২ বিলিয়ন ডলার অবদান রাখে এবং ৯ লাখ ৯১ হাজার ৫০০ কর্মসংস্থান সৃষ্টি করে।

    বিমান খাতভিত্তিক পর্যটন খাত একাই ২২ বিলিয়ন ডলার জিডিপি অবদান রাখে এবং দুই লাখ ৯৭ হাজার ৩০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। আন্তর্জাতিক পর্যটকরা সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর গড়ে ৪৭.৭ বিলিয়ন ডলার ব্যয় করেন, যা স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পণ্য ও সেবার ওপর ব্যয় হয়।

    আইএটিএর প্রধান উইলি ওয়ালশ বলেন, ‘প্রায় ১০ লাখ কর্মসংস্থান এবং ১৮.২ শতাংশ জিডিপি অবদানসহ বিমান খাত সংযুক্ত আরব আমিরাতের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশাল ভূমিকা রাখছে। আমরা আশাবাদী, বিমান খাতের বিকাশের জন্য অনুকূল পরিবেশ বজায় রেখে এ অবদান ভবিষ্যতে আরো দৃঢ় হবে।’

    ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট ‘অরিজিন-ডেস্টিনেশন’ ফ্লাইটের শতভাগই ছিল আন্তর্জাতিক, যা ৩৪.৮ মিলিয়ন যাত্রীর প্রস্থান নির্দেশ করে। যাত্রী প্রবাহের দিক থেকে সবচেয়ে বড় আন্তর্জাতিক বাজার ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চল। কারণ ওই অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে কাজ করেন। এরপর ছিল ইউরোপ ও মধ্যপ্রাচ্য। দেশ থেকে প্রায় এক কোটি ৪১ লাখ যাত্রী এশিয়া-প্যাসিফিকে (মোট যাত্রীর ৪০ শতাংশ), ৮৫ লাখ ইউরোপে (২৪ শতাংশ) এবং ৭৯ লাখ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে (২৩ শতাংশ) যাত্রা করেছে।

    সূত্র : খালিজ টাইমস

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ১২ ৩৫ আন্তর্জাতিক আমিরাতে আরব কমেছে খবর প্রবাসী বছরে বিমান বিমান ভাড়া ভাড়া, শতাংশ সংযুক্ত
    Related Posts
    পদত্যাগ করলেন ভারতের

    পদত্যাগ করলেন ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়

    July 22, 2025
    Raja

    ব্যক্তিগত রেলস্টেশন ছিল যার, এক অবিশ্বাস্য নবাবের গল্প!

    July 21, 2025
    Biman

    উড্ডয়নের পরে যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় : আইএসপিআর

    July 21, 2025
    সর্বশেষ খবর
    চোখের দৃষ্টি শক্তি বাড়ানোর ১০+ কার্যকরী উপায়

    চোখের দৃষ্টি শক্তি বাড়ানোর ১০+ কার্যকরী উপায়

    মরদেহের কিছু অংশ

    মরদেহের কিছু অংশ পাওয়া গেলে কি জানাজা পড়তে হবে?

    রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে

    রক্ত দিতে সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটে মানুষের ঢল

    চিকিৎসকের পরামর্শে আহত

    চিকিৎসকের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে: শ্রম উপদেষ্টা

    রাত জাগার ক্ষতি ও প্রতিকার

    রাত জাগার ক্ষতি ও প্রতিকার: কেন জানা জরুরি – আপনার স্বাস্থ্যের রক্ষাকবচ

    গায়িকা পারশা মাহজাবীন পূর্ণি

    ‘রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়ে বসলো ১০০ টাকা’

    শিক্ষার্থীদের তোপের মুখে

    শিক্ষার্থীদের তোপের মুখে আইন ও শিক্ষা উপদেষ্টা

    মনঃশক্তি বাড়ানোর প্রাকটিস

    মনঃশক্তি বাড়ানোর প্রাকটিস: দৈনন্দিন জীবনে শুরু করার সহজ ৭টি উপায়

    মুসলিম নারীদের হজ প্রস্তুতি

    মুসলিম নারীদের হজ প্রস্তুতি: আধ্যাত্মিক সফলতার পূর্ণাঙ্গ গাইডলাইন

    বিমানের প্রশিক্ষণ কোথায় হবে

    বিমানের প্রশিক্ষণ কোথায় হবে নতুন করে দেখা প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.