১৩ কোটির বাড়ি ৩৩০ কোটিতে বেচে ইতিহাস গড়লেন জনি ডেপ

বিনোদন ডেস্ক : হলিউড তারকা জনি ডেপের বৃহস্পতি একেবারে তুঙ্গে। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলায় জিতে আগেই স্বস্তি পেয়েছেন তিনি। নতুন বান্ধবী জোয়েল রিচের প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন বলেও গুঞ্জন। তারই মাঝে অস্ট্রেলিয়ায় রীতিমতো ইতিহাস তৈরি করলেন জনি। একটি বাড়ি বিক্রি করলেন কেনা দামের ২৭ গুণ বেশি লাভে!

জনি ডেপ

অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে ওই প্রাসাদোপম বাড়িটি কিনেছিলেন জনি। সেটি সম্প্রতি বিক্রি করেছেন তিনি। কিন্তু যে দামে কিনেছিলেন বাড়িটি, আর যে দামে বিক্রি করলেন, তা জানলে চোখ কপালে উঠবে সবার! অভিনেতা বাড়িটি কিনেছিলেন বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি টাকায়। সম্প্রতি সেই বাড়ি বিক্রি করেছেন ৩৩০ কোটি টাকায়!

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে এত দামে কোনো বাড়ি বিক্রি হয়নি। জনির ওই প্রসাদোপম বাড়িতে রয়েছে ১০টি বেডরুম, ১০টি গোসলখানা। সঙ্গে রয়েছে ‘ওয়াইন সেলার’। তবে বিপুল দামে যে বাড়িটি বিক্রি করলেন জনি, তার নেপথ্যে অবদান রয়েছে তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের।

নারীদের জন্য কিসিলেক্টের স্মার্টওয়াচ

ওই বাড়িটিতেই এক সময় জনি ও অ্যাম্বারের মধ্যে রীতিমতো মারামারি হয়েছিল। জনিকে লক্ষ্য করে মদের বোতল ছুঁড়েছিলেন বলে অভিযোগ উঠেছিল অ্যাম্বারের বিরুদ্ধে। যার জেরে নাকি হাতের আঙুল কেটে গিয়েছিল জনির। এসব ঘটনার সাক্ষী থাকাতেই জনির ওই বাড়িটি এত দামে বিক্রি হয়েছে বলে মনে করছেন অনেকে।