জঙ্গলের মধ্যে লুকিয়ে ১৩টি মুখ! খুঁজে বের করতে পারেনি অনেকেই

জুমবাংলা ডেস্ক : নানা রকমের অপটিকাল ইলিউশনের ছবি নিতে বর্তমানে মেতে থাকে সোশাল মিডিয়া। সংখ্যা থেকে ছবি, নানা রকমের দৃষ্টিভ্রম দেখা যায়। দেখা গিয়েছে এই অপটিক্যাল বিভ্রমগুলি যে শুধু অবসর সময় যাপনের জন্য তা নয়। বরং মনোবিশ্লেষণের ক্ষেত্রে এর অনেক গুরুত্বও রয়েছে। আমাদের ব্যক্তিত্বের একটি দিকও তুলে ধরে এইসব অপটিক্যাল ইলিউশন, যার সম্পর্কে আমরা হয়তো সচেতনই নই এমনটাই মত। যদিও উলটো মতও আছে যে এর মাধ্যমে মন ও মস্তিষ্ক এই দুইয়েরই ক্ষমতা বুঝতে পারা যায়। আমাদের চারপাশে অপটিক্যাল ইলিউশনের অনেক ছবি রয়েছে৷

তাই অপটিক্যাল ইলিউশন শুধুই ছবির ধাঁধা নয়। আমরা কীভাবে একটি নির্দিষ্ট বিষয়কে দেখি তার পাশাপাশি আমাদের ব্যক্তিত্বের একটি দিকও তুলে ধরে এইসব অপটিক্যাল ইলিউশন। এই ছবির ক্ষেত্রেই যেমন। জঙ্গলের এই ছবিটিতে না কি লুকিয়ে রয়েছে ১৩টি মুখ। অথচ একঝলকে এ প্রায় বোঝার উপায় নেই। খুঁটিয়ে দেখতে হবে প্রতিটি ছবি।

বেভ ডুলিটল এই ছবিটি তৈরি করেছেন। ছবিটি অত্যন্ত জনপ্রিয়। যার নাম “দ্য ফরেস্ট হ্যাজ আইজ”। চ্যালেঞ্জ হল এই জঙ্গলে লুকিয়ে থাকা মুখগুলিকে খুঁজে বের করা। এক দুটো নয় ১৩টি মুখাবয়ব রয়েছে ছবিটিতে। এই অপটিক্যাল বিভ্রম আপনার বুদ্ধিমত্তা পরীক্ষা করতে সাহায্য করতে পারে। আপনি যত বেশি লোকের মুখ দেখতে পাবেন, আপনার আইকিউ লেভেল তত বেশি, এমনটাই মানা হবে।

যদি ১০টির বেশি মুখ দেখতে পান তাহলে আপনার মস্তিষ্ক “সবচেয়ে ভালো অবস্থায় আছে। যদি ৭টি মুখ দেখেন তাহলে বুঝতে হবে মস্তিষ্কের কাজ ভাল হলেও মন দিয়ে কাজ করতে পারেন না। আর যদি ৪-৫ মুখ দেখেন তবে আপনার আরও মনোনিবেশ প্রয়োজন। ইন্টারনেটে অপটিক্যাল ইলিউশন দেখে তা থেকে মানুষ সঠিক উত্তর খুঁজে বের করতে পছন্দ করেন। অনেকেই আছেন যারা অবিলম্বে খুঁজে পেয়ে যান এই ধাঁধার উত্তর। আবার অনেকে আছেন যাঁরা দীর্ঘ সময় ধরে লড়াই করার পরেও সঠিক উত্তরটি আর কিছুতেই খুঁজে পান না।

অপটিক্যাল ইলিউশন: আপনি ৯ সেকেন্ডের মধ্যে লুকানো হরিণটিকে খুঁজে পেতে পারবেন?