ধর্ম ডেস্ক : ঈদুল ফিতর। এ দিনটি আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভেরও দিন। ঈদুল ফিতরের দিন একদল ফেরেশতা দাঁড়িয়ে যান এবং বলতে থাকেন, হে মুসলিম সম্প্রদায়! তোমরা দয়াময় প্রভুর দিকে ছুটে চলো। তিনি তোমাদের কল্যাণ দান করবেন। তিনি তোমাদের পুরস্কার দেবেন।
ঈদের দিনে ১৩টি সুন্নাত রয়েছে, এই কাজগুলো আমাদের প্রিয় নবী রাসূল (সা.) করতেন। চলুন জেনে নেয়া যাক প্রিয় নবীর সুন্নাতসমূহ।
* অন্যদিনের চেয়ে কিছুটা আগে ঘুম থেকে জাগ্রত হওয়া।
* মিসওয়াক করা।
* গোসল করা।
* শরীয়তসম্মত সাজসজ্জা করা।
* সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।
* সুগন্ধি ব্যবহার করা।
* ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় খাবার যেমন খেজুর, সেমাই খাওয়া।
* সকাল সকাল ঈদগাহে যাওয়া।
* ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।
* ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা।
* যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা।
* পায়ে হেঁটে যাওয়া।
* ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে থাকা।
ঈদের পূর্ণাঙ্গ আনন্দ-খুশি ও কল্যাণ অর্জন করতে হলে আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ ও রাসূলের দেখানো পথে জীবনযাপন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।