জুমবাংলা ডেস্ক : সারা বিশ্বে গত ৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত চলে ভিভো দ্বিতীয় গ্লোবাল ফটোগ্রাফি প্রতিযোগিতার আসর। এক্স টেলেন্ট, বেস্ট শট ও দ্য পপুলারিটি এই তিন ক্যাটাগরিতে ছবি আহ্বান করা হয়। এতে অংশ নেন বিশ্বজুড়ে শতাধিক ফটোগ্রাফার। জমা পড়ে হাজারও ছবি।
এর মধ্যে ১৪ বাংলাদেশির ছবি পুরস্কার জিতে নেয়।
আজ বৃহস্পতিবার ভিভোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতার প্রথম পর্বে বাংলাদেশের নাসিম রেজার তোলা শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ছবিটি ‘দ্য পুপলারিটি’ বিভাগে সেরা হয়। ভিভোর ওয়েবসাইটে ছবিটি দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ২০ হাজারেরও বেশি লাইক পড়ে। ওই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের মুতাকাব্বির রাজ ও তৃতীয় হয়েছেন ভারতের অজয়।
এক্স ট্যালেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ৮ জন, যার মধ্যে বাংলাদেশি একজন। ‘জার্নি অব এইজ’ শিরোনামে এক্স ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগে বাংলাদেশের মেহেদী হাসানের ছবিটি স্থান করে নেয়।
প্রতি বিজয়ী পাচ্ছেন একটা করে ভিভো এক্স ৮০ ফাইভজি স্মার্টফোন। দ্য বেস্ট শট ক্যাটাগরিতে ১২ জন বিজয়ীর প্রত্যেকে পাচ্ছেন এক্স ৮০ ফাইভজি স্মার্টফোন। এর মধ্যে বাংলাদেশি তিনজন। খুলনার নাজমুস সানিমের তোলা একটি ছবিটি জিতে নিয়েছে দ্যা বেস্ট শট অ্যাওয়ার্ড।
আর পপুলারিটি ক্যাটাগরিতে ৭০ জনের মধ্যে দশজন বাংলাদেশি আছেন। তারা প্রত্যেকে পাচ্ছেন ভিভো ওয়ারলেস স্পোর্ট লাইট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।