১৪ বার চেষ্টার পরও গর্ভধারণে ব্যর্থ, সালমানের সাহায্যে সন্তানের জন্ম দিলেন তিনি

সালমান খান

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে কাপিল শর্মা শো এর এক গুরুত্বপূর্ণ চরিত্রের নাম কমেডিয়ান কৃষ্ণা অভিষেক। তবে তাঁর রিয়েল লাইফও বেশ আড়ম্বরপূর্ন রিল লাইফের মতো। ওয়ান নাইট স্ট্যান্ড দিয়ে তিনি তার ব্যক্তিগত জীবন শুরু করেন। কৃষ্ণা এবং কাশ্মিরার দেখা হয়েছিল একটি ছবির সেটে।

সালমান খান

এরপর কৃষ্ণা দীর্ঘদিন রিলেশন এবং লিভ ইনে ছিলেন সেই কাশ্মিরা শাহ এর সাথে। কৃষ্ণা এবং কাশ্মিরার বিয়ে হয় ২০১৩ সালে।কৃষ্ণ এবং কাশ্মিরার বিয়ে হয় ২৪শে জুলাই। কিন্তু মজাদার ঘটনা হলো কৃষ্ণা কাশ্মিরাকে বিয়ের প্রস্তাব দেন ২৩শে জুলাই।

কাশ্মিরা মা হতে পারছিলেন না। কাশ্মিরা গর্ভধারণের ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন ১৪ বার‌। তারপর তাদের জীবন বদলে যায় সালমান খানের পরামর্শে। কৃষ্ণা এবং কাশ্মিরা অবশেষে সন্তানের মুখ দেখলেন।

নিজের উচ্চতা নিয়ে আমির খানও হীনমন্যতায় ভুগতেন

সালমান খান তাদের সন্তান জন্ম দেওয়ার পরামর্শ দেন সারোগেসি এর মাধ্যমে। কাশ্মিরা দুটি যমজ শিশুর জন্ম দেন ২০১৭ সালে আইভিএফ পদ্ধতিতে সারোগেসির মাধ্যমে। সালমান খান তাদের পরিবারেরই একজন ছিলেন সুপারস্টার হওয়ার আগে।