ভারতের সঙ্গে বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের ১৪ লাভ

জুমবাংলা ডেস্ক : ভারতের সাথে চলমান অবস্থা বিদ্যমান থাকলে বাংলাদেশ ১৪টি লাভের মধ্যে থাকবে।

Bangladesh-India

জোষ্ঠ কূটনৈতিক ও একটি রাজনৈতিক দলের প্রধান গতকাল সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের খুদেবার্তায় এ তথ্য জানান।

নিম্ন লাভের হিসেবে গুলো তুলে ধরা হলো –

১) দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হবে।
২) দেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।
৩) দেশের জিডিপি বেড়ে যাবে।
৪) দেশের মাথাপিছূ আয় বেড়ে যাবে।
৫) দেশে মানব পাচার কমে যাবে।
৬) স্বর্ণ চোরাচালান কমে যাবে।
৭) ইয়াবা, ফেনসিডিলের আগমন কমে যাবে।
৮) চীনের সাথে সম্পর্ক আরো গভীর হবে,
৯) দেশের পযর্টন শিল্পের উন্নতি ঘটবে,
১০) দেশের সামরিক শক্তির উন্নতি ঘটবে,
১১) দেশে ফ্যাসিস্ট এবং ভারত প্রেমিকের সংখ্যা কমে যাবে,
১২) জনগনের মধ্যে ঐক্য আরো দৃঢ় হবে,
১৩) আলু পিয়াজসহ সকল ভারত নির্ভর আমদানী পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সুযোগ তৈরি হবে,
১৪) বিকল্প আমাদানীর পথ প্রশস্ত হবে, এতে এক দেশের প্রতি অতি নির্ভরশীলতা হ্রাস পাবে।