জুমবাংলা ডেস্ক : এখন থেকে ১৪ বছর বয়সীরাও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) একাউন্ট খুলতে পারবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এমএফএস হিসাব খুলে লেনদেন করতে পারবে তারা। কিশোর-কিশোরীদের এই সেবা নেওয়ার সুযোগ দিয়ে মঙ্গলবার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এমএফএস হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেন সেবা। মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে একাউন্ট খোলা হয় তাই এমএফএস হিসাব। এতদিন শুধুমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এমএফএস একাউন্ট খুলে এই সেবা নিতে পারতেন।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ১৪ থেকে ১৮ বছর বয়সীদের এমএফএস হিসাবে তাদের অভিভাবকের লিঙ্কড এমএফএস হিসাব, ব্যাংক হিসাব, কার্ড বা ই-ওয়ালেট হতে প্রতি মাসে সর্বোচ্চ ১০ বারে ৩০ হাজার টাকা ক্যাশ-ইন বা অ্যাড মানি অর্থাৎ টাকা জমা করা যাবে। একদিনে সর্বোচ্চ ৫ বারে জমা করা যাবে ৫ হাজার টাকা।
এসব এমএফএস অ্যাকাউন্টে ক্যাশ-আউট অর্থাৎ খরচ বা অর্থ স্থানান্তর করা যাবে প্রতি মাসে সর্বোচ্চ ১০ বারে ২৫ হাজার টাকা। দৈনিক সর্বোচ্চ ৫ বারে ক্যাশ-আউটের সীমা ৫ হাজার টাকা। এ ধরনের হিসাবে ব্যালান্স বা স্থিতি থাকতে পারবে ৩০ হাজার টাকা পর্যন্ত।
ক্যাশ-ইন, অ্যাড মানি ও ক্যাশ-আউট ছাড়া পিটুপি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল, এডুকেশ ফি ও মার্চেন্ট পেমেন্টে এই লেনদেনের সুযোগ দেওয়া হয়েছে। পিটুপি বা পার্সন টু পার্সন লেনদেনের সর্বোচ্চ সীমা প্রতিদিন ৫ বারে ৫ হাজার টাকা এবং প্রতি মাসে ১০ বারে ১৫ হাজার টাকা। বিল, এডুকেশন ফি, মার্চেন্ট ইত্যাদি পেমেন্টে লেনদেনের সর্বোচ্চ সীমা প্রতিদিন ৩ বারে ৫ হাজার টাকা এবং প্রতি মাসে ১০ বাজারে ২০ হাজার টাকা।
অ্যাকাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ১৪ থেকে ১৮ বয়সী নবীনদের এমএফএস হিসাব খোলার সময় হিসাব আগ্রহীদের জন্মসনদ ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর এন্ট্রি করতে হবে। অভিভাবকের এমএফএস হিসাব বাধ্যতামূলকভাবে লিংকড এমএফএস অ্যাকাউন্ট হিসেবে ব্যবহৃত হবে। পিতা, মাতা বা অভিভাবকের হিসাবটির অথেনটিকিশেন নিশ্চিতকরণ সাপেক্ষে এ হিসাবটি খুলতে হবে। তাছাড়া পিতা, মাতা বা আইনগত অভিভাবকের সম্মতি সাপেক্ষেই এই হিসাবটি খুলতে হবে। এজন্য তাদের মোবাইলে পাঠানো ওটিপি ব্যবহার করতে হবে।
সার্কুলারে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কৌশল হিসেবে দেশের সব জনগোষ্ঠীকে ডিজিটাল পেমেন্টে ইকোসিস্টেমে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারবাহিকতায় প্রচলিত আর্থিক ব্যবস্থার সঙ্গে পরিচিতিকরণের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির প্রসার বাড়ানোর লক্ষ্যে ১৪ থেকে ১৮ বছর বয়সী নবীনদের এমএমএফ একাউন্ট খোলার সুযোগ দেওয়া হলে বিপুল সংখ্যক ডিজিটাল পেমেন্টে সিস্টেমস ব্যবহারকারীকে নিয়ন্ত্রিত পেমেন্ট ইকোসিস্টেমে সংযুক্তি করা সম্ভব হবে। পাশাপাশি এটি ক্যাশলেস সোসাইটি গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখতে সহায়ক হবে।
ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের দেওয়া নির্দেশনায় আরও বলা হয়েছে, ১৪ থেকে ১৮ বছর বয়সীদের এমএফএস হিসাবের লেনদেনের তথ্য সম্পর্কে অভিভাবককে মেজেস বা অন্য কোনো পদ্ধতিতে অবহিত করাসহ এ বিষয়ে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে। এসব হিসাবের অপব্যবহার রোধে নিবিড় তদারকি করবে এমএফএস প্রোভাইডর প্রতিষ্ঠান। লেনদেনের তথ্য ও এ সম্পর্কিত কার্যক্রমের প্রতিবেদন প্রতিমাসে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
১৪ থেকে ১৮ বছর বয়সীদের এমএফএস হিসাব চালুর এই সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংক ও নীতি নির্ধারকদের ধন্যবাদ জানিয়েছে নগদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। তিনি বলেছেন, ‘এর মাধ্যমে দেশের বিশাল নবীন জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনার প্রক্রিয়াটি সহজ হলো। এর মাধ্যমে ক্যাশলেস হওয়ার পথে অনেক ধাপ এগিয়ে গেল দেশ।’ তবে নবীনদের একাউন্টে লেনদেনের সীমা সময়ের তুলনায় কম হয়ে গেল কিনা সেটি বাংলাদেশ ব্যাংক শিগগির পর্যালোচনা করবে বলে আশা করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।