জুমবাংলা ডেস্ক : বিএনপি, আওয়ামী লীগের সমাবেশ নিয়ে রাজধানীতে বেশ উত্তাপ ছিল কয়েকদিন। সেই উত্তাপে ঘি ঢালে জামায়াতে ইসলামীর সমাবেশের অনুমতি নিয়ে। এমন একটি সময়ে সমাবেশের ডাক দিলো বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ১৪ দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ৭ আগস্ট এ সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। ওইদিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর ১৪ দলের বৈঠকে উপস্থিত ছিলেন, ঢাকার সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সপ্তাহব্যাপী সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করবে ১৪ দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।