জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় ধরা পড়ল ১৩ কেজি ৯০০ গ্রাম ওজনের এক পাঙাশ মাছ। বুধবার (১১ অক্টোবর) বিকেলে মৌডুবি থেকে কাদের মাঝি নামে এক জেলে মাছটিকে বিক্রি করতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। নিলাম ডাকের মাধ্যমে স্থানীয় দ্বীন ইসলাম নামের এক মৎস্য ব্যবসায়ী ১২ হাজার টাকায় কিনে নেন।
জেলে কাদের মাঝি জানান, মাছটি বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসলে বন্ধন ফিসের আড়তে উঠালে নিলাম ডাকে ওই মৎস্য ব্যবসায়ী ৮০ টাকা কেজি ধরে ১১ হাজার ৯শত টাকায় মাছটি কিনে নেন। অবরোধের আগের দিন এত বড় একটি মাছ পাওয়ার জন্য অনেক খুশি তিনি।
বন্ধন ফিশের সত্ত্বাধিকারী মো. আয়নাল খান বলেন, ‘এই পাঙাশটি মূলত বঙ্গোপসাগরে জেলেদের ইলিশের জালে ধরা পড়েছে। রাত থেকে আমাদের মাছ ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যাবে তাই ৮৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। নয়তো হাজার টাকার উপরে কেজি বিক্রি করা যেত।’
দ্বীন ইসলাম নামের ওই ক্রেতা বলেন, ‘এরকম মাছ সব সময় পাওয়া যায় না, তাই দেখে পছন্দ হয়ে যাওয়ায় খাওয়ার জন্য কিনেছি। পরিবারের সবাইকে নিয়ে একটি বড় মাছের স্বাদ নেওয়ার জন্যই মূলত মাছটি কিনেছি।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘আজকের রাত ১২টা থেকে সব মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন এবং সংরক্ষণ ২২ দিনের জন্য বন্ধ থাকবে। তবে এখন যে বড় পাঙাশগুলো পাওয়া যাচ্ছে তাতে আমরা বলতে পারি যে মৎস্য সম্পদের বড় একটি বড় পরিবর্তন হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।