জুমবাংলা ডেস্ক : কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, সুনামগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও পটুয়াখালীসহ জেলার বিভিন্ন স্থানে ঘটনাগুলো ঘটে। এরমধ্যে শুধু নরসিংদী জেলায় প্রাণ হারিয়েছেন ৫ জন। এসব জেলায় বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।
নরসিংদীতে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন নারী রয়েছে। মঙ্গলবার (২৩ মে) জেলার রায়পুরা, মনোহরদী, শিবপুর ও জেলা সদরের বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বাঞ্ছারামপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। জেলার নাসিরনগর ও বাঞ্ছারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পাবনার ভাঙ্গুড়ায় বজ্রপাতে মো. রুমিজ ও শাকিল নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। পৃথক বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন শিক্ষার্থীসহ ১৪ জন। মৃত দুই কৃষক সম্পর্কে চাচা-ভাতিজা। সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে ওমর ফারুক নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
নওগাঁর রাণীনগরে ক্ষেত থেকে ভুট্টা উঠানোর সময় বজ্রপাতে জামিল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুইন্দা খলাপাড়া গ্রামে বজ্রপাতে কাজী জিল্লুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে, নেত্রকোণার মদনে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জয়নাল আবেদীন (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের সামনের হাওরে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।
পটুয়াখালীর দশমিনায় বজ্রপাতে আব্দুর রব হাওলাদার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।