আন্তর্জাতিক ডেস্ক : ‘অতিরিক্ত মশলাদার’ আলুর চিপস খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ শিক্ষার্থী। জাপানের রাজধানী টোকিওর রোকুগো কোকা হাই স্কুলে এই ঘটনা ঘটেছে। টোকিও পুলিশ একথা জানিয়েছে। খবর স্কাই নিউজের।
স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার (১৬ জুলাই) জানিয়েছে, এক শিক্ষার্থী এই চিপস স্কুলে নিয়ে গিয়েছিল। প্রায় ৩০ জন শিক্ষার্থী এই চিপস খেয়েছে।
খাওয়ার পরই তাদের কেউ কেউ বমি বমি ভাবের কথা জানায়। আবার কেউ মুখের চারপাশে প্রচণ্ড ব্যথা হওয়ার কথা বলে। এ সময় জরুরি ভিত্তিতে ফোন করে পুলিশ ও দমকলবাহিনীকে ডাকা হয়। হাসপাতালে নেওয়া হয় ১৩ জন ছাত্রী এবং একজন ছাত্রকে।
আলুর ওই চিপস প্রস্তুতকারক জাপানি কোম্পানি ‘ইসোয়ামা করপোরেশন’ গ্রাহকদের সমস্যার জন্য ক্ষমা চেয়েছে। কোম্পানির পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতাও কামনা করা হয়েছে।
অবশ্য, কোম্পানিটি তাদের ওয়েবসাইটে আগে থেকেই এই চিপস খাওয়ার ব্যাপারে গ্রাহকদের সতর্ক করে দিয়েছিল। বলা হয়েছিল, এ চিপস অনেক বেশি মশলাদার হওয়ায় এটি খাওয়ার পর অস্বস্তি হতে পারে। ১৮ বছরের কম বয়সীদেরকে এ চিপস খেতে বারণ করা হচ্ছে।”
এমনকি যারা ঝাল খেতে পছন্দ করে তাদেরকেও এই চিপস খাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছিল।
চিপসের মশলায় ব্যবহার করা হয়েছিল মূলত উত্তপূর্ব ভারতে চাষ হওয়া ভীষণ ঝাল মরিচ, যা ‘ভুত জলোকিয়া’ নামে পরিচিত।
স্থান বিশেষে এই বিশেষ ধরনের মরিচকে বিশেষ বিশেষ নামেও ডাকা হয়। কোথাও এর নাম ‘ঘোস্ট পিপার’, আবার কোথাও ‘ভুটান পিপার’। বিশ্বের সবচেয়ে ঝাল মরিচের নাম বলতে হলে এ মরিচের কথাই প্রথমে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।