১৪ বছর বয়সেই লাখ লাখ ছেলেদের ক্রাশ এই কিশোরী

লাখ লাখ ছেলেদের ক্রাশ

বিনোদন ডেস্ক : “ছোট প্যাকেট,বড় ধামাকা”-এই কথাটি যথোপযুক্ত সোশ্যাল মিডিয়া সেন্সেশন রাশি শিন্দের জন্য। মাত্র ১৪ বছর বয়সী এই কিশোরী তার জনপ্রিয়তার নিরিখে মাত দিতে পারেন তাবড় তাবড় বলিউড স্টারদের।

লাখ লাখ ছেলেদের ক্রাশ

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিত্যদিন রিল ভিডিও পোস্ট করে তিনি পৌঁছেছেন জনপ্রিয়তার শিখরে। মাত্র ১৪ বছরের এই মেয়ে নিত্যদিন নাচ,গান এবং এক্সপ্রেশনের নানান রিল ভিডিও পোস্ট করে মাতিয়ে রাখেন তার ২.৩ মিলিয়ন অনুরাগীদের।

সম্প্রতি ছোট্ট এই মেয়ে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন একটি “এক্সপ্রেশন রিল”। যেখানে তাকে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের বিখ্যাত “পাল” গানে দুর্দান্ত এক্সপ্রেশনের সহিত রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে। জনপ্রিয় এই গানের প্রতিটি লাইনকে তিনি ফুটিয়ে তুলেছেন তার এক্সপ্রেশন এর মধ্যে দিয়ে আর সেই কারণেই ভিডিও পোস্ট করা মাত্র ১৪ বছর বয়সী কিশোরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অগুনতি মানুষ।

“অশ্বিনীশিন্ডেঅফিশিয়াল” নামক ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করা এই ভিডিওটিতে ১৪ বছর বয়সী রাশিকে ডেনিম হট প্যান্ট এবং হলুদ রঙের অফ শোল্ডার ফুল স্লিভড স্টপ পরিহিত অবস্থায় দারুন এক্সপ্রেশনের সাথে ভিডিওটি বানাতে দেখা গিয়েছে। এদিন তার চুল ছিল খোলা,কানে ছিল হুপ ইয়ার রিংস। বলাবাহুল্য অসাধারণ লুকে এই রিল ভিডিওটি পোস্ট করতেই ভিডিওটির ভিউজ 1.1 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।

রণবীর ও আলিয়ার বিয়ের তারিখ প্রকাশ, জানা গেল পার্টির অতিথি কারা

এদিন এই কিশোরী সেলিব্রিটি ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন “সাউন্ড অফ লাভ”। সাথে”রিলস”,”রিলইটফিলইট”,”রাশিশিন্ডে”,”রিলসইনইনস্টাগ্রাম” প্রভৃতি নানান হ্যাশট্যাগ জুড়ে দিতে দেখা গিয়েছে।

তার এই ভিডিওটিতে রয়েছে হাজারেরও বেশি প্রশংসামূলক কমেন্ট। যার মধ্যে অনেকেই পরোক্ষভাবে রাশিকে প্রেম নিবেদন করে লিখেছেন “আবারও প্রেমে পড়ে গেলাম তোমার”,অন্যদিকে অন্য এক নেটিজেন মন্তব্য করেছেন “গানটায় আমি আর তুমি যেন মনে হচ্ছে।”