কারিনা কাপুর খান—বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু তাঁকে ঘিরে গুঞ্জনের শেষ নেই। তারকাসন্তান বলে নয়, তাঁর জীবন নিয়েই রয়েছে একাধিক চাঞ্চল্যকর জল্পনা। এমনই এক ঘটনা শোনা যায়, মাত্র ১৪ বছর বয়সে নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন কারিনা! আর সেই সময় তাঁর সঙ্গে যে বলিউড তারকার নাম জড়ায়, তা আরও বিস্ময়ের জন্ম দেয়।
১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম নেন কারিনা কাপুর। বাবা রণধীর কাপুর ও মা ববিতার সম্পর্ক খুব একটা সুখকর ছিল না। কাপুর পরিবারে তখন বিয়ের পর নারীদের অভিনয়ে নিষেধাজ্ঞা ছিল, যা মানতে পারেননি ববিতা। ফলে কারিনা ও তাঁর বড় বোন কারিশ্মাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন তিনি।
প্রথমে যমুনাবাই নার্সি স্কুলে পড়ালেও, পরে কারিনাকে পাঠানো হয় দেরাদুনের ওয়েলহ্যাম গার্লস স্কুলে। সেখানেই কাটে তাঁর কৈশোরের একটি বড় অংশ। বলিউডে কান পাতলে আজও শোনা যায়, নবম শ্রেণীতে পড়ার সময় নাকি তিনি হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন বয়স ছিল মাত্র ১৪ বছর।
আরও চমকপ্রদ বিষয় হলো—এই সন্তানের বাবার নাম হিসেবে উঠে আসে বলিউডের আরেক জনপ্রিয় তারকা হৃতিক রোশন। জানা যায়, তাঁদের মধ্যে নাকি বিশেষ সম্পর্কও ছিল। তবে এই দাবি নিছকই গুজব, কারণ এই ঘটনায় কোনো ধরনের প্রমাণ আজও পাওয়া যায়নি। কারিনাও কখনও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
তবে এটা নিশ্চিত, এই রটনাটিকে ঘিরে দীর্ঘদিন ধরেই রহস্য ও আলোচনার অন্ত নেই। এটি সত্য, না শুধুই মিডিয়ার কল্পনা—তা এখনও ধোঁয়াশাই রয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।