জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা।
বুধবার (২৬ মার্চ) বেলা ১২টায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল দিতে থাকেন। পুস্পস্তবক অর্পণ শেষে মিছিল সহকারে বিএনপি নেতাকর্মীরা উপজেলা সদর ত্যাগ করেন।
গাজী নিজাম উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে পুষ্পস্তবর্ক অর্পণ করেছি। ফুল দেওয়াকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির মতো কোন পরিস্থিতি আজ ছিলো না। প্রশাসন কেন ১৪৪ ধারা জারি করেছে সেটি বোধগম্য নয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজা জেরিন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেজন্য বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু আজ (বুধবার) বেলা ১২টায় বিএনপির নেতাকর্মীর ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রবেশ করেছে।
মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এবিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।
প্রসঙ্গত, ২৬ মার্চকে ঘিরে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্ত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
এতে বলা হয়, উল্লেখিত এলাকায় কোন ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিষ্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহনসহ একত্রে ৫ জন তার চেয়ে বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।