১৪ হাজার ৩৪৬ কোটি টাকার ২৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

মন্ত্রিসভা কমিটি

জুমবাংলা ডেস্ক : সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ১৪ হাজার ৩৬৪ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৫০ টাকা ব্যয়ে ২৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে।

মন্ত্রিসভা কমিটি

বুধবার (২৫ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের অনুমোদিত প্রস্তাব সম্পর্কে ব্রিফ করেন।

সাঈদ মাহবুব খান জানান, অনুমোদিত প্রস্তাবের মধ্যে জামালপুর ও মুন্সিগঞ্জে দুইটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৪৪ কোটি ৮০ লাখ টাকা।

জামালপুর জেলার সদর উপজেলায় ১৮০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্রে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯৮৯ টাকা হিসেবে আনুমানিক ৬ হাজার ৪১০ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে বলে জানান মাহবুব।

অন্যদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ১৩০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্রে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করলে ২০ বছর মেয়াদে ওই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১ টাকা হিসেবে আনুমানিক ৪ হাজার ৬৩৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

এর বাইরে বৈঠকে ১৩৮ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের অধীনে ৪৮ হাজার ৫৯৭টি এসপিসি পোল বা খুটি কেনার অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার জন্য এলএনজি আমদানির লক্ষ্যে তিনটি আলাদা প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে এলএনজি আমদানির জন্য দুটি ড্রাফট এগ্রিমেন্ট এবং স্পর্ট মার্কেট থেকে ৭৬২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিউ এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি।

সিরাজগঞ্জে মনোতোষ হত্যায় ৬ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

অতিরিক্ত সচিব বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মহেশখালীতে বিদ্যমান এলএনজির রিগ্যান ক্যাপাসিটি ৫০০ এমএমসিএফডি হতে ৬০০ এমএমসিএফডি বৃদ্ধি করে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের (ইইবিএল) মাধ্যমে এলএনজি টার্মিনালের বর্ধিতকরণ সংক্রান্ত ‘এলএনজি ব্যবহার চুক্তির খসড়া সংশোধনের দলিল’ অনুমোদন দেয়া হয়েছে।